চাঁদ ও আমি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৬ জুলাই, ২০১৩, ১০:২১:০৩ সকাল



চাঁদ আলো দেয় বলেই সবাই চাঁদকে ভালোবাসে । যেদিন আলো দেয়া বন্ধ হয়ে যাবে, সেদিন সবাই চাঁদকে ভুলে যাবে !!! আলো বন্ধ হলে কারো কারো হয়তো মনে পড়বে, তবে ভালোবাসায় ঘাটতি হবে বৈকি !

বাহ্যিক অর্থঃ জাগতিক আকাশের চাঁদ ও এর আলোর কীর্তনমালা ।

অন্তর্নিহিত অর্থঃ এখানে "চাঁদ" মানে "আমি নিজে" বা "ব্যাক্তিগতভাবে আমাদের প্রত্যেকে" । তো, "আমি নিজে" বা "আমাদের প্রত্যেকে" অতীতে, এখন/বর্তমানে কোন বিশেষ ব্যাক্তিকে/পরিবারকে/সমাজকে/গোষ্ঠীকে নিজের আলো দ্বারা আলোকিত করার জন্য নিত্য চেষ্টায় মশগুল থাকি বলেই "আমার' বা "আমাদের প্রত্যেকের" প্রতি এত আদর, কদর, ভালোবাসা, মায়া, মমতা, প্রীতি, স্নেহ, আর্শীবাদ ইত্যাদি বাস্তবিকভাবে পরিলক্ষিত হয় । কিন্তু, যেদিন ভবের মায়া সাঙ্গ করে বা কোন কারনে আলো দেয়া বন্ধ হয়ে যাবে, তখনকার নির্মম অবস্থাই বর্নিত হয়েছে এখানে । (ব্যাতিক্রম কখনোই ধর্তব্য নয়)

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File