আহ ! এই লজ্জা রাখি কোথায় !!??
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৬ জুন, ২০১৩, ০৪:১৫:৩০ বিকাল
অফিসের বিপরীতে অবস্থিত মসজিদে যোহরের ফরয নামাজ আদায় শেষে ইমাম সাহেব ঘোষনা দিলেন, “বাইরে একজন কিডনী রোগে আক্রান্ত রোগী আছে, সবাই সাধ্যমত সহায্যের চেষ্টা করবেন ।“
নামাজ শেষে কোন এক অজানা কারনে, এই কথাটা পুরোপুরি ভুলেই গিয়েছিলাম ! যেই না দরজা দিয়ে বের হতে যাবো, তখনি নুরানী চেহারার শুশ্রুমন্ডিত, পাঞ্জাবী-পায়জামা পরা ভদ্রলোককে দেখলাম একেবারে জবুথবু হয়ে, মাথা নিচু করে বসে আছে । কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই জানা গেলো, উনিই সেই লোক যার কথা ইমাম সাহেব ঘোষনা দিয়েছিলেন ! পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করে দেখি, সেখানে পর্যাপ্ত টাকা নেই ! তখন, উনাকে কিছুক্ষন অপেক্ষা করতে বলে দ্রুত পদে অফিসে রওয়ানা দিলাম আমার ব্যাগে রক্ষিত টাকার সদ্বব্যাবহার করার জন্য ।
উনাকে দেখেই একরকম কান্নায় ভেঙ্গে পড়লাম আর আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করলাম, নিজের সুস্থ্যতার জন্য এবং এস্তেগফার করলাম ভবিষ্যতে যেন এমন অসুখ না হয় । সাথে সাথে উনার দ্রুত আরোগ্য কামনা করলাম মহান আল্লাহ্র কাছে ।
ফিরে এসে দেখি উনি নফল নামাজ আদায় করছেন ! সুবহা'নাল্লাহ ! নামাজ অনেক ধীরে ধীরে আদায় করছিলেন সম্ভবত অসুস্থতার কারনে অথবা নামাজে বিশুদ্ধতা অর্জনের লক্ষে । অপেক্ষা করতে লাগলাম । আমার মতই আর দুই ভাই উনার জন্য অপেক্ষারতঃ ছিলেন । নামাজ শেষে উনারা (দুই ভাই) অসুখের বিস্তারিত বিবরন জানতে চাইলেন আর প্রেসক্রিপশনও দেখতে চাইলেন । এতে জানা গেলঃ
উনি হাফেজ মাওলানা মোস্তফা, বয়স ৪০, বাড়ি পিরোজপুর, গত ৬ বছর ধরে কিডনী রোগে আক্রান্ত । প্রতিদিন ঔষধ বাবদ খরচ প্রায় ৯০০ টাকা মানে মাসে প্রায় ২৭,০০০ টাকা । উনি BSMMU/PG Hospital এ চিকিতসারতঃ এবং পর্যাপ্ত টাকার অভাবে যথাযথ চিকিৎসা না করাতে পেরে ৬ বছর যাবত এই রোগে ভুগছেন । আর, লজ্জার কারনে মানুষের কাছে হাত পাততে পারছিলেন না বলে গত প্রায় ১ বছর ধরে ডাক্তারের কাছে চেক আপ ও চিকিৎসা নিতে পারছিলেন না ! কোনমতে ঔষধ খেয়ে যাচ্ছিলেন !
(যারা বিস্তারিত বিবরন আর প্রেসক্রিপশনের ব্যাপারে জানতে চাইলেন তারা উনাকে সত্যিকারের অসুস্থ্য বলে স্বীকার করলেন, উনি যাওয়ার পর । কথপোকথন এর মাধ্যমে জানতে পারলাম, দুজনের একজন বায়োকেমিষ্টির ছাত্র ছিলেন এবং আরেকজন মসজিদের খাদেম ছিলেন যিনি কিনা উনাকে এখানে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন)
আমাদের সমাজের একজন আলেম বিনা/অপ্রতুল চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যাবেন আর আমরা চেয়ে চেয়ে দেখব ! এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয় ! আখিরাতে মহান আল্লাহ্র কাছে আমরা কি জবাব দেব ! কোন মুখ নিয়ে তাঁর সামনে হাজির হবো ! হে আল্লাহ্ ! আপনি আমাদের ক্ষমা করে দিন, আমরা যে অতি তুচ্ছ, নাদান ও অবুঝ বান্দা । হে আল্লাহ্ ! আপনি আমাদেরকে পুর্ন হেদায়েত দান করুন এবং একমাত্র আপনার সন্তুষ্টির লক্ষে সহিহ-শুদ্ধভাবে কাজ করার তাওফিক দান করুন । আমীন
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন