নিমন্ত্রণ

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৪ জুন, ২০১৩, ০৩:২৪:০৪ দুপুর



হৃদ্যতাকে সাথি করে,

ছুটছি অপার পথে ।

স্বপ্নটাকে বুকে ধরে,

ছুটছি বিকেল, রাত্রি, প্রাতেঃ ।

.

কেউ কি হবে সাথি বলো !

ছুটছি একাকী, অনন্ত পথে ।

আর কত অপেক্ষা করব বলো !

তারই পথ পানে চেয়ে থেকে ?

.

দাওনা তুমি একটু দেখা,

লাগেনা কি মায়া !?

নিশি-জাগরনে দেখি শুধু,

কল্পিত ঐ মুখঃ ছায়া ।

.

এসো এসো, মনের ঘরে,

করবে রাজ্য শাসন ।

পাবে সবই; উজির-নাজীর,

করতে ক্লান্তি প্রশমন ।

.

এখনো কি দিবে না সাড়া !

আসতে হয়ে সাথী ।

এখনো কি চুপ থাকবে বলো !

জ্বালতে ঐ রঙিন বাতি ?

.

কেমন করে করব নিমন্ত্রন,

নাই যে মোর জানা !

আসো আসো ছুটে আসো,

বন্ধ করে স্বপ্ন বোনা ।

.

করব করব, দিন পার দুজনে,

অগভীর পদ্মজলে ভাসি ।

আনব সেঁচে মুক্তোখনি,

তুমি-আমি পাশাপাশি ।

.

.

_____________________________________________

রচনাকালঃ ০২.০৪.২০১৩
ইং

বিষয়: বিবিধ

৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File