আহা !
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৮ মে, ২০১৩, ০৪:৫২:৪৭ বিকাল
আহা ! কি সযতনে ছিঁড়ি রাঙা ফুল;
মুক্তোর হাসি ছড়িয়ে বাগানময়, আর
অপলক চাহনিতে ছুটে আসে আমার পানে
কেমনে করি বারণ তারে ? বল !
.
আলতো হাতে ছুঁয়ে এই সোনালি সুপ্রভাতে,
কম্পিত পদ পায়ে, উচ্ছ্বল সুনয়না শুধায়,
দেবে কি খোঁপায় গুজে, কোন ফুল ?
সে কি শিহরণ ! নাড়া দেয় মন, প্রাণপণ ।
কেমনে করি মানা তারে ? বল !
.
শত সহস্র ভালবাসায় গুজে দিলাম দু'টি ফুল ।
তারপর ? আনন্দে আটখানা মায়াবী মুখ,
চোখের কোনে দ্যুতিময় ঝিলিক আর
ফুল শোভিত ধনিক খোঁপা, উল্লসিত হৃদয় ।
কেমনে দৃষ্টি ফেরাই তার পরে ? বল !
.
জাগতিক নিয়মের ফেরে, সময় বয়ে যায়
কিন্তু মন তুষ্টি ! সে তো আর ফুরোতেই চায় না !
অপলকে দৃষ্টির বিনিময় আর হৃদয় নিংড়ানো প্রিয়ক্ষণ ।
আহা ! কেমনে হবে বাকি কাজ সকল ?
________________________________________
রচনাকালঃ ২৩.০৩.২০১৩ ইং
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন