কর্মফল সকলের (সামুদ্রিক ঝড়, মহাসেন নিয়ে রচিত)

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৫ মে, ২০১৩, ১১:১৫:৫৬ রাত



আযাব আর গজব, দেখছি প্রতিনিয়ত !

হচ্ছে-হবে, কত ভাই আহত-নিহত ।

আযাব আর গজব, দেখছি প্রতিনিয়ত !

.

পেয়েও টর্নেডো, হয়নি কিঞ্চিৎ হুঁশ মোদের !

আসলো আবার, ভয়াল সাভার ট্র্যাজেডি;

জাগ্রুক করতঃ বোধোদয় মোদের ।

.

এরপরেও কি মেনেছি, বানী মহান প্রতিপালকের !

তাইতো এলো কালোরাত, নারকীয় হত্যাযজ্ঞ;

আমার ভাই, নিরীহ আলেম সব শহীদের ।

.

তারপরেও মোরা চাইনি ক্ষমা, ঐ মহিয়ানের !

তাইতো আসছে ধেয়ে, প্রবল বেগে;

সামুদ্রিক তান্ডবী ঝড়, মহাসেন ফের ।

.

এখনো করছি মোরা, বিদ্রুপ আর তামাশার জের !

নেই কর্ণপাত একটুও, এ যে কর্মফল;

আমাদের অযাচিত পাপাচার আর জুলুমের !

.

ওগো প্রভু ! ক্ষমা চাই, যত অবিচার আর ভুলের ।

করছি শপথ খালেছ দিলে, সব মেনে ভ্রান্তি নফসের;

করো নিরাপদ, করো রক্ষা, আমার সব ভাইদের ।

.

হে মালিক ! ক্ষমা করো, আমার সব সাথীদের ।

দাও জ্ঞান, দাও প্রজ্ঞাময় আলোর দিশা;

যেন পাই মোরা, সরল-সঠিক পথ-হেদায়াতের ।

.

.

.

_____________________________________________

রচনাকালঃ ১৫.০৫.২০১৩ ইং (রাত ৯.৩০ মিনিট)

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File