মুসলিম তুমি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৪ মে, ২০১৩, ০৯:২৮:২৫ রাত



সত্যের সন্ধানী হয়ে তুমি এসেছো

এক আল্লাহ্’র প্রিয় দূত হয়ে তুমি,

ধরার বুকে নেমেছো ।

.

এসেছো এসেছো তুমি

ছড়াতেই মোহনীয় সৌরভ;

শাশ্বত ইসলামী বাগানের ।

.

এসেছো তুমি অর্জিতে লুকায়িত জ্ঞান

এসেছো তুমি জানিতে ক্বুরানের আহ্বান

আর ছড়াতে বানী, প্রতিপালকের ।

.

তুমি হবে অনুকরণীয়

তুমি হবে অনুসরনীয়

নওতো তুমি অন্ধ মুসাফির !

.

তুমিতো নও কারো মুখাপেক্ষী

তুমিতো নও কারো সাহায্যপ্রার্থী

ব্যাতীত এক আল্লাহ্‌র ।

.

তোমার পরশে হবে সব সোনা

তোমার পরশে হবে আলোকিত, সব জ’না

তুমিতো আলোর দিশারী ।

.

তুমি বলো, মহান আল্লাহ্‌ এক

তুমি বলো, মেকি সুখ দূরে থাক

তুমিতো রহমত ভিখারী ।

.

তুমি থাকো শান্তিতে

নিদারুণ দুখ আর ক্লান্তিতে

তুমিতো সুকুনের আভারী ।

.

তুমি কাঁদো গভীর রাতে

তুমি কাঁদো সুখ-দুখ সাথে

তুমিতো পিয়াসী নাজাতের ।

.

তুমি জানো, বিশ্ব ক্ষনিকের

এসেছো নিয়ে বেশ বনিকের

করতে সওদা জান্নাতের ।

.

.

.

____________________________________________________

রচনাকালঃ ২৯.০৪.২০১৩ ইং

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File