মেঘের বাসিন্দা
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১১ মে, ২০১৩, ০৯:৫১:১৬ রাত
মেঘমালাতে লুকায়ে থাক তুমি,
মেঘের দেশের সকল শান্তি চুমি ।
শ্বেত-শুভ্র হাজার মেঘরাশি নিয়ে,
কেন তবে ধরায়, আসোনা তুমি ?
.
কেনো আসো ক্ষুদ্র-স্ফীত ধারা হয়ে,
কেনো আসোনা অবারিত বান লয়ে !
কেনো আসো দু’কূল বাতাস চাপিয়ে,
কেনো আসোনা সিংহাসন দাপিয়ে !
.
আসো নিয়ে তুমুল জোয়ার; চারিধার
আসো করতে প্রশান্ত হৃদয়; সবার ।
আসো নিয়ে এক উচ্ছ্বল, দৃপ্ত দিন
আসো, করতে সবার মন রঙিন ।
.
কি বলো, রাখবে কি মোর আহ্বান ?
জাগবে কি তোমার দেহ, মনঃপ্রান ?
হবে কি এইটুকুন দয়াদ্রভার তুমি ?
করতে শান্ত, পিয়াসী-আদ্র-অস্থির ভূমি ।
.
.
.
.____________________________________________________
রচনাকালঃ ১৮.০৪.২০১৩ ইং
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন