নাস্তা তুমি !!!
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৮ এপ্রিল, ২০১৩, ০৮:০৬:৩১ রাত

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বিতৃষ্ণা লাগে । আর যদি অফিসে বা অন্য কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকে তাহলে তো কথাই নেই ! যদিও পিঠা পছন্দ তবে সাধারণতঃ দুইটা রুটিই খাই । আর এজন্য সবসময় আম্মুও প্যান প্যান করতে থাকে, আরো বেশী খাইনা কেন ? তবে, মাঝে মাঝেই একটা Stretegy follow করে তা হল, তিনটা রুটির আটা দিয়ে দুইটা রুটিই বানিয়ে দেয় এবং এতে ঊনিও সন্তুষ্ট আর আমিও সন্তুষ্ট !!!
![]()
তো আজ কি হল, অন্যদিনের চেয়ে রুটি একটু বেশিই পুরু হওয়াতে সহজেই ধরে ফেললাম । আর জিজ্ঞেস করতেই চিরচেনা উত্তর, “তুমি বাড়াবা দর; আমিও বাড়াব বহর” । (আসল প্রবচন হচ্ছে, ‘তোমরা কমাবা দর; আমরাও কমাব বহর’ ।
কি আর করা ! মুখ বুজে তিনটা রুটিই (তিনটার মালমসলা দিয়ে তৈরি দুইটা আর কি !) গলধঃকরন । কেমনে কি হল ! মাম্মি ROCKZ ,আমি SHOCKZ !!!
গল্পটা এখানেই শেষ হলেই মনে হয় ভালো হত ! কিন্তু না, একটা Twist আছে । চুপি চুপি বলি, আমার পাশে থাকা আদরের বিড়াল, বিল্লু উরফে মিঊ’র সাথেও কিছুটা share করেছি ।
বিষয়: বিবিধ
১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন