স্মরণিকা

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৯ এপ্রিল, ২০১৩, ০৯:৫৫:২৬ রাত

আমরা যখন কোন বিতর্কিত (কুরআন-সুন্নাহ বিরোধী ও নামের বিকৃতি), রুচিহীন ও নোংরা পোষ্ট বা ছবিকে লাইক, কমেন্ট বা শেয়ার করি তখন নিজের অজান্তেই ঐ বিতর্কিত, রুচিহীন ও নোংরা পোষ্ট বা ছবিকে প্রচার করছি বা প্রচারে সহযোগিতা করছি !!!

সুতরাং, আমাদেরকে এই ব্যাপারে আরেকটু সচেতন হলে মনে হয় ভালো হয় । আর, সাথে সাথে আমরা আরেকটা কাজ করতে পারি; তা হল সরাসরি কমেন্ট না করে ঐ পেজ বা ব্যাক্তিকে তার ভুল সম্পর্কে মেসেজের মাধ্যমে অবহিত করা এবং বিতর্কিত, রুচিহীন ও নোংরা পোষ্ট বা ছবিকে মুছে ফেলার ব্যাপারে উৎসাহ প্রদান করা । তবে, অবশ্যই খেয়াল রাখতে হবে তা যেন ফিতনার পর্যায়ে না গড়ায় এবং সুন্দর, ভদ্র ও মার্জিত কথার মাধ্যমে পরিচালিত হয় । আল্লাহ্‌ আমাদেরকে এই সব ব্যাপারগুলি বুঝার তাওফিক দিন আর একই সাথে সবাইকে হেফাযত করুন , আমীন ।

আর হ্যাঁ, আমারও এই ধরনের কোন ভুল দেখলে অবশ্যই তা ধরিয়ে দেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ রইল, কেননা আমরা মুসলিমরা একটা শরীরের মত তাই একজনের ভুল-ত্রুটি আরেকজনের ধরিয়ে দেয়ার অধিকার রয়েছে এবং তা ঈমানী দায়িত্ব ও ।

::: আমার কোন ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, আর আল্লাহ্‌ ও যেন আমাকে ক্ষমা করেন সেই ব্যাপারে দোয়া রাখবেন । :::

[ সবার প্রথমে নিজের জন্য স্মরণিকা ]

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File