অবশেষে ডেনমার্কে পশুসম্ভোগ (পশুর সাথে মানুষের মিলন) নিষিদ্ধ করা হল।

লিখেছেন লিখেছেন সাদাচোখে ২৪ এপ্রিল, ২০১৫, ০৬:৫৩:০২ সকাল

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।

এ লিখাটি শুধু মাত্র আমাদের আলেম-ওলামা, ইসলামী গবেষক ও চিন্তাবিদদের দৃষ্টিতে আনার জন্য লিখলাম - উদ্দেশ্য তাদের ভাবনার পরিধি কে আরো বিস্তৃত করা - যাতে তারা উম্মাহর এই দম বন্ধ সিচ্যুয়েশানকে আরো প্রুভেন ও ফ্যাক্টচুয়ালী বুঝতে পারেন এবং উম্মাহকে বোঝাতে সক্ষম হন।

----------------

বিগত বছরসমূহের ধারাবাহিকতায় অব্যহতভাবে ডেনমার্কের পশুর ব্রুথেল, পার্টি, সৌন্দর্য প্রদর্শনী শো, ক্লাব ইত্যাদিতে পশু সম্ভোগ কারীর সংখ্যা বাড়ছিল এবং এ নিয়ে পত্র পত্রিকায় রিপোর্টিং ও হচ্ছিল। সে সাথে পশুসম্ভোগকারী টুরিস্ট এর সংখ্যা ও ডেনমার্কে বাড়ছিল।

অবশেষে ডেনিস পার্লামেন্ট মানুষ হতে পশু যাতে নিরাপদ থাকে - তা নিশ্চিত করতে ৯১ জন সদস্যের ভোটে পশুসম্ভোগকে বেআইনী ঘোষনা করেছে এবং সে সাথে এর শাস্তি স্বরূপ অর্থ ও জেল উভয় দন্ডের বিধান করেছে। যদিও ৭৫জন সদস্য এ বিল এর বিপক্ষে ভোট দেন।

কিছু ফ্যাক্টস্‌ ও আমার মন্তব্য

১। সর্বশেষ ২০১১ সালে ডেনিস বিচার মন্ত্রনালয়ের উদ্যোগে পরিচালিত এক জরিপ এ দেখা যায় - ডেনমার্কের ১৭% পশুই মানুষের দ্বারা ধর্ষন এর শিকার হয়েছে।

(অনুমান করুন এ দেশে সমকামীতা, এক্সট্রা মেরিটাল সেক্স, এ্যাডোলেসেন্ট ধর্ষন ও বিকৃত যৌন প্রাকটিস এর পরিসংখ্যান। - কোরান হাদীসে কি এই অবস্থার রেফারেন্স নেই? এ অবস্থায় উম্মাহর করনীয় নির্দেশাবলীই বা কি?

অথবা চিন্তা করুন - মানুষকে অবাধ স্বাধীনতা দিলে তার পরিনাম কি হয়? মানুষ আর পশুর প্রভেদ কিভাবে মিইয়ে যায় - সিম্পলী যদি তাকে এই পৃথিবীতে নিজ মতে স্বাধীন কিংবা ইচ্ছাধীন করে দেওয়া হয়?)

২। ডেনিস ফার্ম মিনিস্টার তার মন্তব্যে লিখেছিলেন, 'মানুষ পশুকে ধর্ষন করলে পশু যে কষ্ট পায় কিংবা নির্যাতিত হয় - তা প্রমান করা কষ্টসাধ্য। তথা অপ্রমানিত। তারপরও 'বেনেফিট অব ডাউট' (সম্ভাবনা আছে নিমিত্তে) এর আওতায় পশুদের ফেবার এ এমনতর একটা সুবিধা (তথা আইন প্রনয়নের) দেবার অবকাশ আছে'।

(অনুমান করুন পশু কষ্ট পায় কি, পায় না - তা মিনিস্টার শিওর না। কিন্তু পশু যদি কষ্ট পায় - এ চিন্তায় পশুর এক্সট্রা নিরাপত্তার নামে আইন পাশ করে নিরাপত্তা কবজ দেওয়া হচ্ছে। অথচ হাজার মাইল দুরে এই সেইম মিনিস্টার রা ই ড্রোন হামলা করে, বিমান হামলায় জড়িয়ে ১ দিনের বাচ্চা হত্যা হতে শুরু করে ১০০ বছরের বুড়ো পয্যন্ত খুন করছে, পুংগু করছে - কিন্তু তাদের কষ্ট ও ব্যাথ্যা এই সেইম মিনিস্টার অনুভব ই করতে পারছেন না। কেন? - কোরান হাদীসে কি এর ও কোন রেফারেন্স নেই? আর থাকলে উম্মাহর করনীয় কি? কিংবা এ থেকে কিসের ইন্ডিকেশান পেতে আল্লাহ ও আল্লাহর রাসুল আমাদের বলেছেন।)

একটা ইংলিশ রেফারেন্সঃ

Click this link

বিষয়: বিবিধ

১০০৬৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316588
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৩৪
হতভাগা লিখেছেন : ডেনমার্ক পৃথিবীর তথাকথিত সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম এবং খুবই কম দূর্নীতির দেশ হিসেবে পরিচিত ।

এদের মানসিকতা এমন বিকৃত !

এদের পিতৃ পরিচয়ে এখন মানুষ ছাড়া অন্য প্রানী আসবে ।

ধর্ম না থাকলে মানুষ হয়ে যায় পশুর সমতুল্য - ডেনমার্ক তার প্রকৃত উদাহরন ।
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৩৯
257744
সাদাচোখে লিখেছেন : 'ফ্রী উইল' - এর রেজাল্ট যে কি হতে পারে - এটা তার একটা নমুনা বলে আমার মনে হয়েছে।

আপনি ঠিক ই বলেছেন 'ধর্ম না থাকলে মানুষ হয়ে যায় পশুর সমতুল্য'।

ধন্যবাদ।
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৩
257748

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : Narrated Abdullah ibn Abbas: There is no prescribed punishment for one who has sexual intercourse with an animal.
Abu Dawud 38:4450
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৭
257749

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> ফুয়াদ পাশা লিখেছেন : Hadith Collection :

Click this link
316616
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৬
মৃনাল হাসান লিখেছেন : ওরা মানুষকে পশুত্বের স্তরে নিয়ে যাচ্ছে। এদের দেখেই ডারউইন মানুষের পুর্বপুরুষ বলে বানরকে চিহ্নিত করেছে। কিন্তু বানরও কি এতো জঘন্য?
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৩
257879
সাদাচোখে লিখেছেন : যথার্থই বলেছেন। তথাকথিত সভ্যতা মানুষকে অসভ্য জানোয়ার বানাচ্ছে।

দূর্ভাগ্য এই যে আমরা মুসলিমরা 'সভ্যতা' নামক ঐ অসভ্যতাকে মহান ও মহীয়ান করে নিজেদের মধ্যে আত্মস্থ করছি এবং প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে - যদি আমাদেরকে আল্লাহ সেন্স ফিরিয়ে দেন - এটাই প্রত্যাশা।
316621
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫০
আবু জান্নাত লিখেছেন : হতভাগা লিখেছেন : এদের মানসিকতা এমন বিকৃত ! এদের পিতৃ পরিচয়ে এখন মানুষ ছাড়া অন্য প্রানী আসবে ।
ধর্ম না থাকলে মানুষ হয়ে যায় পশুর সমতুল্য - ডেনমার্ক তার প্রকৃত উদাহরন ।
সহমত।
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৩৬
257880
সাদাচোখে লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

যদি আমাদের মধ্যে এই বোধ টা যথাযথভাবে জাগ্রত হয় - নূন্যতম আমরা নবী মোহাম্মদ সঃ এর দেখানো পথে ফেরার একটা সুযোগ পাব।
316623
২৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৭
যুথী লিখেছেন : ভাইয়া কেয়ামত এসে গেছে। এটা কেয়ামতের সু স্পস্ট আলামত, অথচ আলেম উলামা রা ঘুমে আছে। ওদের নাকের ডগায় দাজ্জাল অথচ কেমন নাক ডেকে ঘুমচ্ছে দেখেন। আপনি কি ডেন মার্কে আচেন?
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৪৭
257881
সাদাচোখে লিখেছেন : আপনি যথার্থই বলেছেন। এটা সুস্পষ্ট আখেরী জামানার আলামত। যে জামানা সত্য ও মিথ্যার মধ্যে, ঈমানদার ও বেঈমান এর মধ্যে সুস্পষ্ট পার্থক্যের জন্য অসম্ভব রকমের টেস্ট ও ট্রায়াল এর।

আমাদের দূর্ভাগ্য এই যে - আমাদের আলেম ওলামারা (সবাই নয়) কোরান হাদীস বাদ দিয়ে ১২০০ বছর ধরে বিভিন্ন কেতাব ও তার ফেরকার মধ্যে ডুবে আছেন, আলাপ আলোচনায় মত্ত আছেন। ওনারা না দাওয়াত দিচ্ছেন, না নিজেরা দৃষ্টান্ত স্থাপন করছেন - বরং ক্ষেত্র বিশেষে এমন বক্তৃতা বিবৃতি দেন যে - মুসলমানের সন্তানের মধ্যে আল্লাহ ও আল্লাহর রাসুলের শিক্ষার উপর সন্দেহের বীজ যেন রোপন করে দিচ্ছেন। যে দু'চার পারসেন্ট আলেম ওলামা কোরান ও হাদীস নিয়ে গবেষনা করছেন, গবেষনার ফলাফল শেয়ার করছেন কিংবা পাবলিকলী ও প্রাইভেটলী দাওয়াহর কাজ করছেন - তাদেরকে তুলো ধুনো করছেন, গীবত এ জড়াচ্ছেন।

জি, আমি এখন ডেনমার্ক এ থাকি।
316657
২৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। অন্ধ জনে আলো ছড়াতে উদ্দীপ্তমূলক লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫০
257885
সাদাচোখে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনাকে ও ধন্যবাদ।
316743
২৫ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!গতকালের ইতালিয়ান পেপারে নিউজ ছিলো এখানের পাপা কেনো এখনো গেই এবং এদের বিয়েতে সম্মত হচ্ছেন না?

ইসলাম যেটা বহু আগেই নিষেধ করেছে আধুনিক বিশ্ব সেটা এখন আইন করে নিষেধ করছে!

জাযাকাল্লাহু খাইর! Good Luck
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৫:০৪
257886
সাদাচোখে লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক বলেছেন। সাধারনভাবেই তা সত্য। ইসলাম পথিকৃত।

ইসলাম (আদম আঃ হতে) যা কিছু হারাম করেছেন, যা কিছুকে কুৎসিত তম করেছে - আজকের দুনিয়ায় আপনি দেখবেন সে সব হারাম কে লিটারালী হালাল করা হয়ে গেছে।

২। অন্যদিকে মুসলিম বিশ্বে সে সব হারামকে হালাল করার জন্য এক ধরনের আবরন কিংবা আচ্ছাদন আবৃত করে যেন কমপিটিশান হচ্ছে কে কত তাড়াতাড়ি তা করতে পারবে,

৩। মজার ব্যাপার হল প্রতিটি হারামকে (সুদ, পতিতাবৃত্তি, মদ, জুয়া, ঘুষ, গুম, খুন, মিথ্যা, প্রতারনা ইত্যাদি) আমাদের মত অপদার্থ দেশের মুসলিমরা দুহাতে এমন ভাবে গ্রহন করেছে যে - এখন আর তাদের মধ্যে কোন অপরাধ বোধ ও নেই।

৪। ইন্টারেস্টিং ব্যাপার হল আখেরী জামানা নিয়ে মোহাম্মদ সঃ এর প্রতিটি হাদীস লিটারেলী ১০০% ফুল ফিল্ড হয়েছে - (কয়েকটি ছাড়া যেমন - ঈসা আঃ এর প্রত্যাবর্তন) - কিন্তু মেইনস্ট্রীম আলেম ও ওলামারা মুসলিমদের সেন্টিমেন্ট ও বুঝতে পারছেন না আবার গাইড ও করতে পারছেন না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File