আজ নাড়াচাড়া তত্ত্ব দিবস

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৪ এপ্রিল, ২০১৫, ০৭:৪০:২১ সকাল

আজ মখার 'নাড়াচাড়া তত্ত্ব' দিবস। আমরা এটাকে এভাবেই পালন করতে চাই কারন, রানাপ্লাজার দূর্ঘটনা নিয়ে এখনো নাড়াচাড়াই হচ্ছে। অবাক হয়ে যাই, দুই বছরেও কোন অভিযোগপত্র লেখা যায় নি; পুলিশদের কলমে কি কালি নেই? নাকি কাগজ ফুরিয়ে গেছে? এতগুলো মানুষ মরে গেল, তার জন্য কেউ শাস্তি পেলো না! 'বিচার হবে, বিচার হবে!' ---বলে শুধু চিল্লাচিল্লিই হচ্ছে, আমরা দেখছি দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে--- সাগর-রুনী, নারায়নগঞ্জের সাত-খুন এমনি আরো অনেক খুন-গুম তো সেই সাক্ষ্যই দিচ্ছে।

বিষয়: রাজনীতি

৮৪০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316589
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৮:০২
হতভাগা লিখেছেন : কোন একটা ঘটনা ঘটলে সেটাকে ছাপিয়ে যায় এমন আরেকটি ঘটনা ঘটানো হয় , ফলে মানুষের দৃষ্টি সদা চেন্জ হয়ে যায় ।

এর ফলে কোন ঘটনারই সঠিক তদন্ত + বিচার হয় না ।
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
257989
সুমন আখন্দ লিখেছেন : চিন্তা করো না, বিচার হবে ...
316598
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৪৩
খান জুলহাস লিখেছেন : 'নাড়াচাড়া তত্ত্ব' দিবসে সকলকে নাড়ানাড়িও শুভেচ্ছা। (দু:খিত)
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
257990
সুমন আখন্দ লিখেছেন : কাগজ কলমের পরিবর্তে মাউসে কার্সর নাড়াচাড়া Happy>-
316608
২৪ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আনহ্যাপি নাড়াচারা ডে!!!
২৫ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
257992
সুমন আখন্দ লিখেছেন : অামরা কত সহনশীল জাতি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File