বিডি মনিটর ম্যাগাজিন এর নিউজ - অনলাইন মুসলিম বাংলাদেশী ইন্টেলেকচুয়ালস্! একটি প্রতিচ্ছবির বিশ্লেষন?
লিখেছেন লিখেছেন সাদাচোখে ০৯ অক্টোবর, ২০১৪, ০৬:০৬:৫৭ সন্ধ্যা
একটু আগে নিচের লিন্ক এ চিহ্নিত সংবাদটি পড়ছিলাম। সংবাদটি সংকলন করেছেন বিডি মনিটর। এবং তারা সংকলনের সূত্র হিসাবে পাঠককে জানাচ্ছেন এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডন।
Click this link
ধারনা করি এ সাইট টি এ্যাটলিস্ট নামে হলে ও 'মুসলিম' ভাই-বোনদের দিয়ে পরিচালিত। আর এর পাঠক ও মুসলিম ভাই ও বোন। আর ইবাদত এর বাহিরে দুনিয়াবী বিষয়াদিতে মুসলিম মানে শুধু মাত্র তাদের সহধর্মের প্রতি সহমর্মিতা, সমর্থন নয় - বরং সত্য ও ন্যায়ের প্রতি সহমর্মিতা ও সমর্থন।
অথচ পুরো নিউজটি পর্যালোচনা করলে আমরা পাইঃ
সংকলক ভারতের প্রতি শুধু পক্ষপাতিত্বই করেন নি, ভারতের হয়ে পাকিস্থানের বিরুদ্ধে রীতিমত তথ্য-যুদ্ধ করছেন। এবং তাতে তিনি থামেন নি - তিনি আর্টিফিশিয়ালী মুসলমানদেরকে বর্বর, মাথামোটা জাতি হিসাবে চিহ্নিত করছেন। আর সে সাথে ওনার পাঠক তথা অর্ডিনারী মুসলমানদেরকে নীচু মাত্রার মানুষিক যাতনা দিচ্ছেন, হতাশার দিকে ঠেলে দিচ্ছেন এবং সে সাথে মুসলিম লিডারশীপকে তার চোখে হেয়, অপদার্থ হিসাবে রূপায়িত করছেন - ঠিক যে কাজটি গত ১৫/২০ বছর ধরে সিএনএন বিবিসি আল জাজিরা ইত্যাদি মুসলিম বিদ্বেষী ইলুমিনাটি কিংবা শয়তান পূজারীদের মুখপাত্র রা করে আসছেন।
চলুন সংবাদটি হতে কয়েকটি বিষয় হাইলাইট করি।
১। পুরো সংকলনে বিবদমান দুটি পক্ষের একটি তথা ভারতীয় ৩টি সংবাদমাধ্যমকে (টিভি ও সংবাদপত্র) সোর্স হিসাবে কোটেশানভুক্ত করা হয়েছে এবং তাদের নামকে যথাযথভাবে পরিবেশন করা হয়েছে এবং বলা হয়নি যে সবকটি সোর্স ই ভারতীয়। যেন ঐ সব মিডিয়ার খবরের ভাবগাম্ভির্যতা যথাযথভাবে পাঠকের সেন্স তথা মননে এ রেখাপাত করে - তথা বিশ্বাস করে। অন্যদিকে, পাকিস্থানের মাত্র একটি নিউজ মিডিয়াকে সোর্স কোটেশানভুক্ত করা হয়েছে এবং নামটিকে লিটারেলী হালকা করা হয়েছে এভাবে 'পাকিস্থানের ডন পত্রিকা তাদের অনলাইন' যাতে পাঠকের মনে ওটা একটা অনির্ভরযোগ্য, সস্তা একটা সোর্স বলে প্রতীয়মান হয়।
২। পুরো সংকলনে ভারতীয় দুজন মন্ত্রীর নামোল্লেখপূর্বক তাদের বক্তব্য হতে সরাসরি ঐ অংশটুকু 'কোট বা চয়ন' করা হয়েছে যাতে তাদেরকে পাঠকের কাছে একদিকে অহিংস, শান্তিবাদী, ধৈর্যশীল, দূরদৃষ্টিসম্পন্ন বলে মনে হয় আর অন্যদিকে একজন শক্তিশালী রাষ্ট্রনায়ক, অনমনীয়, দৃঢ়চেতা এবং দেশের প্রতি কমিটেড হিসাবে প্রতিপন্ন হয়। এর বিপরীতে নামপরিচয় হীন ভাবে পাকিস্থানের পক্ষে এমন নন ট্রেসেবল স্টেইটমেন্ট সংকলন করা হয়েছে যেখানে পাকিস্থানকে পাঠকের কাছে একদিকে মনে হবে দূর্বল, নতজানু, ম্রিয়মান, নির্ভরশীল আর অন্যদিকে মনে হবে ধর্মীয়ভাবে অন্ধ, গোঁড়া এবং দায়িত্বজ্ঞানহীন, নেতৃত্ব -হীন ও বিভ্রান্ত একটা জাতি।
৩। ক্ষয়ক্ষতির বর্ননায় ভারতীয় সোর্সকে ব্যবহার করে ভারতীয় সাইডের সংবাদ দেওয়া হয়েছে ডিটেইলস্ - যা এ সংশ্লিষ্ট খবরের ৮৫%। যেমন কত কিলোমিটার ভিতরে শেলিং হয়েছে, কত মানুষ আহত ও নিহত হয়েছে এবং তার কতজন সিভিলিয়ান, কতজন বাস্তুহারা হয়েছে ইত্যাদি ইত্যাদি। বর্ননাগুলোতে সাধারন মানুষের কোটেশান ও যোগ করা হয়েছে যাতে - সাধারন মুসলিম পাঠকের মনে এ বোধ জন্মায় - কেন পাকিস্থান এ খুনোখুনি করছে, কেন এ অস্থিতিশীলতা সৃষ্টি করছে আর ক্রুদ্ধ মুসলিমকে বেফাঁস মন্তব্য করাতে পারে - যাতে প্রতিপন্ন হয় যে - মুসলিম রা অমানবিক, দায়িত্বজ্ঞানহীন। অন্যদিকে পাকিস্থানের সোর্স ব্যবহার করে লিটারেলী ১৫% ক্ষয়ক্ষতির ধারনা দেওয়া হয়েছে এবং তা এমন শব্দের চয়নে যে - তা পাঠকের কাছে মনে হবে ইগনোর করার মত।
৪। এ সীমান্ত সংঘাত এর পেছনের কারন বোঝাতে সংকলক টেকনিক্যালী ভারতীয় সোর্সকে লুকিয়ে মানুষকে বোঝাতে চেয়েছে পাকিস্থান কোন কারন ছাড়াই নিজ হতে হঠাৎ করে (পাগলা কুকুরের মত) ভারতকে আক্রমন করেছে। আর ভারতীয় অফিশিয়ালকে উদ্ধৃত্ব করে বলছে পাকিস্থান একটা কনস্পারেসীর আওতায় তথা ৭০০ খুনী কে ভারতে ডুকাতে এ আক্রমন করেছে। অথচ এ সীমান্ত সংঘাতের পেছনের কারন হিসাবে কোন পাকিস্থানী অফিশিয়াল এর উদ্ধৃতি দেবার কোন প্রয়োজন ই বোধ করা হয়নি।
ব্যক্তিগত অভিমতঃ
ইসরাইল, ইউ এস ইত্যাকার রাষ্ট্র যেমন শতভাগ প্রতারনার আশ্রয় একতরফা চাপিয়ে দেওয়া যুদ্ধকে গায়ের জোরে হালাল করে - মুসলিম নিধন ও হতাহত করে - তাদের সহায় সম্পদ ধ্বংশ করে চলেছে - ঠিক তেমনি একই - গ্রেটার প্রতারনা প্লানিং এর আওতায় পাকিস্থানকে অস্থিতিশীল করার জন্য ভারত একই ভাবে পাকিস্থানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে।
পশ্চিমা প্রক্সি ও এ্যাকচুয়াল যুদ্ধ যুদ্ধ খেলা যেমন সাধারন মানুষ পুরোপুরি বুঝতে ব্যার্থ হয়, কারন ও প্রতিকার নিয়ে যেমন মতভেদে লিপ্ত হয় - এই বর্ডার ডিসপিউট ও সে সংশ্লিষ্ট এমন সংকলন ও খবর - তার একটি পার্ট।
প্রশ্ন হচ্ছে বিডি মনিটরকে যদি - মুসলিম ইন্টেলকচুয়ালদেরকে রিপ্রেজেন্টকারী একটা ছোট্ট মিডিয়া বা উইন্ডো ভাবি - তবে নিঃসন্দেহে এ সিদ্ধান্তে আসা যায় - মুসলিমদের মাথায় মূলতঃ মগজের পরিবর্তে অন্য কিছু দিয়ে ভরে দেওয়া হয়েছে।
আর যদি বিডি মনিটর মুসলিমদের রিপ্রেজেন্ট না করে - তবে নিঃসন্দেহে এটা বলা যায় - মুসলিম মগজকে বিচার বিশ্লেষন করে সিস্টেমেটিক্যালী বিকৃত করার জন্য এটা আর একটা চমৎকার প্ল্যাটফরম হিসাবে কাজ করছে।
আল্লাহ ভাল জানেন।
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আসলে বিডিমনিটরের সম্পাদনা-দুর্বলতা আগাগোড়াই লক্ষণীয়
যদিও সামর্থের একটা ব্যাপার আছে-
দোয়া করি
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
- আমি আপনার এই পর্যবেক্ষনকে মেনে নিয়ে বলছি - বিডিমনিটরের মিনিমাম একটা এডিটরিয়াল ইথিক্স দরকার - যা পাবলিকলী জানা যাবে। এতে করে পাঠক ঠিক প্রতারিত হবে না, ভুল বুঝবে না।
ধন্যবাদ আপনাকে ও।
প্রশ্ন হচ্ছে বিডি মনিটরকে যদি - মুসলিম ইন্টেলকচুয়ালদেরকে রিপ্রেজেন্টকারী একটা ছোট্ট মিডিয়া বা উইন্ডো ভাবি - তবে নিঃসন্দেহে এ সিদ্ধান্তে আসা যায় - মুসলিমদের মাথায় মূলতঃ মগজের পরিবর্তে অন্য কিছু দিয়ে ভরে দেওয়া হয়েছে।
আন্তরিক মোবারকবাদ।
আপনি কি এই নিউজটি পড়েছেন?
http://www.huffingtonpost.com/2014/10/08/jordan-matson-isis_n_5952786.html?ncid=txtlnkusaolp00000592
এই স্টোরীর উপর আপনার সুচিন্তিত মতামত জানলে - ভাল লাগবে।
এটি সংবাদ এবং ভারতিয় দৃষ্টিভঙ্গিতে লিখা।
ইদানিং আমার বিডি মনিটর এ আসতে ইচ্ছা করেনা বিশেষ করে তসলিমা নাসরিন নিয়ে সংবাদের আধিক্য ও আউল ফাউল এ্যাডাল্ট নিউজ ও ভিউজ দিয়ে ভরিয়ে রাখে - যা লিটারেলী আপনার স্যানিটিতে আঘাত করে।
ধন্যবাদ।
ফ্যামিনিন বিষয়াদি নিয়ে আপনার রিসেন্ট লিখা সমূহ পড়েছিলাম - এতটাই স্ট্রং ভাষার ব্যবহার করেছিলেন যে - কমেন্ট করতে ফিংগার চলছিল না।
কিন্তু বিষয়বস্তু ও দৃষ্টিভংগীর সাথে অনেক মিল খুজে পেয়েছিলাম।
আপনার সাবলীল যৌক্তিক লিখা আমার বেশ ভাল লাগে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন