রায়ের জন্য নাফিসকে আদালতে তোলা হচ্ছে
লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ৩০ মে, ২০১৩, ১১:০৫:৩৪ সকাল
সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগে বিচারাধীন বাংলাদেশি শিক্ষার্থী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে নিউইয়র্কের একটি আদালতে তোলা হচ্ছে। নাফিস অপরাধ স্বীকার করার পর আদালত রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেছিল। সে হিসেবে বৃহস্পতিবারই রায় ঘোষণা হতে পারে।
এদিকে নাফিসের বাবা কাজী আহসান উল্লাহ জানান, যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টার থেকে নাফিস ক’দিন পরপরই নিয়মমাফিক ফোন করার সুযোগ পাচ্ছে। ৩০ মে আদালতে তোলার সম্ভাবনার কথা জানালেও রায় কবে হবে সে বিষয়ে কিছু জানায়নি, বলেন তিনি।
তিনি বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রাখছি। একটি ভালো খবর আছে। সাজা হলেও নাফিস পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।’
জানা গেছে, সাধারণত সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়ে থাকে। সংশ্লিষ্টরা মনে করছেন, দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় নাফিসের শাস্তি কিছুটা কমতে পারে।
বিস্তারিতঃ এখানে
তথ্যসূত্রঃ প্রাইম খবর
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন