প্রিয় শাবিপ্রবি আমার অপেক্ষায়
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ৩০ মে, ২০১৩, ১১:০০:৫৬ সকাল
আরামের আহার ছেড়ে দায়িত্বের পাহাড়ে কে উঠতে চায়?
তবু সকালের মেঘমেঘ সন্ধ্যায়
বাধ্য হয়েই দেহের সাথে মন যায়
পথ ও পথিক ভালবাসায় ভেসে যায়
উথালিপাথালি হাওয়ায়, হাওয়ায়
কিছু আনকথা শুনতে মন চায়!
প্রান্তিক জীবন ছেড়ে প্রকৃত প্রান্তজন হওয়ায়
ব্যাপক বিষণ্ণতায়
এবং পথিকের স্বাধীনতার আশায়
চলুক চঞ্চল, চলুক উত্তাপে উম্মাদনায়
চলুক চাকা সিলেটের দিকে, থাকবনা ঢাকায়---
প্রিয় শাবিপ্রবি আমার অপেক্ষায়।
বিষয়: বিবিধ
১০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন