পর্দার আড়ালেও রেশমা নাটক!!

লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ১৪ মে, ২০১৩, ০২:২৫:২৭ দুপুর

আমার ফেসবুক এ মেয়ে ফ্রেন্ড নাই বললেই চলে। ২/৪টা হয়তো আছে যাদের সাথে কথা বার্তা হয়না বললেই চলে। আমার কেউ কেউ হিজড়াও হতে পারে (নামে নারী বাস্তবে পুরুষ)। আজ সকালে একটা ম্যাসেজ পেলাম রেশমাকে নিয়ে। ভদ্রমহিলাটি আমার ফ্রেন্ড লিস্টেও এ্যাড নাই।

বার্তার জবাব দিলাম ... ২/৩ বার চলল পুরো কনর্ভাসেশনটাই দিলাম। শেষ বেলাতে যুক্তি আর বাস্তবতার সাথে টিকতে না পেরে একাউনট ডি-একটিভ করেই পালাল মনে হয়। আসলে এটাই কি বাকশালীদের চরিত্র!!! দু:খিত আর কোন ভাল ধারণা করতে পারিনি বলে।

পর পর তিনটি স্ক্রিনশর্ট এ্যাড করলাম। মন্তব্যটা আপনারাই করুন।

শুরুটা যেভাবে-



তারপর আমার কথার জবাব...

আমিও জবাব দিলাম...

শেষকথার জবাব দেয়ার আগেই সে ফেসবুক থেকে হাইড.



[img]

পরে যখন সার্চ করে তার প্রোপ্রাইল দেখতে গেলাম তখন ..



এভাবে ...... এর মত পালিয়ে ........

বিষয়: বিবিধ

১৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File