প্রধানমন্ত্রীর প্রতি এক ফেসবুকারের কথা।

লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০১ মে, ২০১৩, ১২:৩৬:২৬ দুপুর

মাননীয় প্রধানমন্ত্রী,

আশা করি জনগনের টাকায় বেশ ভালই আছেন।। ৫৩ হাজার ২০০ টাকায় এই যুগে সংসার চালানো কঠিন।।সেটা আমিও বুঝি। আমিও আপনার মত বাংলাদেশ নামক একই নায়ের মাঝি কিনা।। তাই টেবিলের নীচে একটু হাত দেয়াই লাগে।। আমি আপনার উপর নারাজ।। আপনি চাইলেই মৃত শ্রমিকদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারতেন।। কত টাকাই বা লাগত।। এক সপ্তাহের আপ্যায়ন খরচই লাগত।। একটা সপ্তাহ ডাল ভাত খেয়েই চালিয়ে নিতেন।। আমিও তো খাই।। কি হয় তাতে ?? মাননীয় প্রধানমন্ত্রী,

২০০৯-১০ অর্থ বছরে সাহারা খাতুন সিংগাপুরে চিকিৎসায় ব্যয় করেছেন ৩৩ লক্ষ ৩২ হাজার টাকা।। বেশী নাহ।। এক লক্ষ করেই দিতেন।। আমি মানলাম সাহারা খাতুনের রক্তে সোনা আছে।। কিন্তু সেই সোনা তো বেঁচতে পারতেন না।। কিন্তু শ্রমিকদের রক্তের আবর্জনা তো আপনাকে জাতীয় আয়ের শতকরা ৫০ ভাগ দিত।। পারতেন না?? আপনার উপর আমি নারাজ।। আপনি মহিউদ্দীন খান আলমগীর সাহেবকে ৫৩ হাজার ২০০ টাকা বেতন দেন, শুধু মাত্র জোকস বলার জন্য।। মীরাক্কেলের প্রাইজ মানি ও তো এর থেকে বেশী!! আপনি তার সাথে এই কাজ কিভাবে করলেন???

বিশ্বাস করুন, আমি আপনার উপর নারাজ।। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোন মুখে বলেন যে "ইমারত আইন" এ রানার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন

কারাদন্ড?? এই সাহস তাদেরকে কে দিয়েছে?? সারা দেশ দেখেছিল বিশ্বজিৎ

কে কীভাবে রক্তাক্ত করা হয়েছিল।। কিন্তু মামলার বিচারক দেখে নি।।

আমি জানি আপনিও দেখেছেন।। শাকিল প্রোমোশন পাবে।। তার কৃতিত্ব যে দেখার মত।। আমি জানি তার শাস্তি হবে না।। কারন বিচার ব্যাবস্থা আপনার

নিয়ন্ত্রণে।। মাননীয় প্রধানমন্ত্রী, ১৫০০ কোটি টাকা খরচ করেছিলেন

বিএনপি কে দেখিয়ে দেয়ার জন্য আপনার ক্ষমতা কত বেশি।। পারলে ৫ কোটি টাকা ব্যয় করেন নিহত মানুষগুলোর জন্য।। নিজের নাক কেটে আপনি বিএনপির যাত্রা ভঙ্গ করেন।। কিন্তু জনগনের টাকায় না।। আমি নারাজ, আপনি চাইলে ডাক্তারদের সম্মানার্থে এনাম মেডিকেল কলেজ

কে সরকারি করতে পারেন।। কৃতজ্ঞতা স্বরূপ, কিন্তু এতে আপনার স্বার্থ নেই তাই হয়ত সম্ভব না।। আমি সমস্যাটা বুঝি কারন ৫৩ হাজার ২০০ টাকায় তো আর সংসার চলে না।। আপনাকে আরও কিছু বলার ছিল।। কিন্তু ঘেন্না লাগে আপনাকে আমার স্ট্যাটাসে স্থান দিতে।।

##২০১২-১৩ অর্থ বছরের জাতীয় বাজেটে ১ লক্ষ ৯১ হাজার ৭ শত ৩৮ কোটি টাকার বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য কোন বরাদ্দ নেই।

Collected From FB

যেখান থেকে পেলাম।

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File