অনেক সাধনার পরে আমি .......
লিখেছেন লিখেছেন নজরুল বিন আমিনুল হক ০৭ এপ্রিল, ২০১৩, ০২:৪৪:১৬ দুপুর
অনেক সাধনার পরে আমি পেলাম ফেলাম তোমার মান ..... জনপ্রিয় একটা গান।
জানিনা কত সাধনার পর মনটা পেয়েছিল। আমি লিখা পোস্ট করার জন্য তাদের চাইতে কম সাধনা করেছি বলে মনে হয়না।
পর পর প্রায় ৫/৬ টা একাউন্ট খুলেছি। প্রথমটা খুলেই পোষ্ট দিলাম। পরের দিন আরেকটা। তারপর .... পাসওয়ার্ড রং, ইউজার নেইম রং.. তারপর রিসেট.... কিন্তু রিসেট যে আর হয়না। মডারেটরদের ইমেইল করলাম। নতুন পাসওয়ার্ড দিল কিন্তু পরেরদিন আবার একই অবস্থা!!!
তারপর খুললাম দ্বিতীয় একাউন্ট অপেক্ষার পালা। ম্যাসেজ পেলাম প্রথম পাতায় লিখতে পারব কিন্তু প্রথম পাতায় লিখা পরের কথা লগইন-ই করতে পারিনি। আরেকটা ইমেইল খুললাম, নতুন একাউন্ট.... না এবারও ব্যর্থ। স্মরণ শক্তি কম নাকি ওয়েবসাইটে সমস্যা বুঝিনি। ফেসবুক ইউস করে মন্তব্য লিখতাম।
আজ সর্বশেষ চেষ্টা করলাম। অবশেষে সফল হলাম। জানিনা কত দিন স্মরণ রাখতে পারি ইউজার আর পাস্ওয়ার্ড । দোয়া করবেন সবাই যাতে আপনাদের সাথে থাকতে পারি।
বিষয়: বিবিধ
২১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন