আওয়ামী লীগের শক্তির উৎস এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তাঃ

লিখেছেন লিখেছেন মানিক ২৮ এপ্রিল, ২০১৩, ১১:২১:২৭ সকাল



ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদই আমাদের জাতী সত্ত্বা ও স্বাধীনতা স্বার্বভৌমত্বের মূল ভিত্তি। আপনাদের নিশ্চই মনে থাকবার কথা কিছুদিন আগে বিশিষ্ট ভারতের দালাল শাহরিয়ার কবির তার মুসলিম নামের কারনে কোলকাতা বিমান বন্দরে নাজেহাল হয়েছিলেন এবং তা নিয়ে তিনি বেশ হৈচৈও করেছিলেন। অন্যের দালালী করার মধ্যে কোন গৌরব নাই। এটা আমাদের তথাকথির সুশিলেরা বুঝে নাই বুঝবেও না। জাতী হিসাবে নিজস্ব সকিয়তা আর আত্মমর্জাদা নিয়ে মেরুদন্ড সোজা করে দাড়াতে হলে আমাদেরকে অন্য সবার দালালী ছেড়ে বাংলাদেশের দালাল হতে হবে। ফিরে আসতে হবে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের কাছে।

বাংলাদেশের মিডিয়া ও সাংস্কৃতিক পরিমন্ডল বরাবরই আওয়ামী -বাম বলয় ভুক্ত। এর সাথে পাল্লা ভারি করেছে তথাকথিত সুশিল সমাজ। যাদেরকে আমরা আঁতেল নামে চিনে থাকি। এই দুইটি শক্তিশালী ও কার্যকর ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির চরম দুর্বলতা রয়েছে। রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যক্রম খুবই দুর্বল। ফলে বার বার আন্তর্জাতিক ও আঞ্চলিক সাম্রাজ্যবাদী শক্তির শক্তিধর গোয়েন্দা সংস্থা সমুহের ভয়ংঙ্কর ষড়যন্ত্রের শিকারে পরিণত হয় বাংলাদেশ। সাম্রাজ্যবাদী শক্তির লোকাল এজেন্ট হিসাবে, এ ষড়যন্ত্রের সুবিধা ভোগ করে বাম- আওয়ামী চক্র।

বিষয়: রাজনীতি

১৫৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File