বাংলাদেশের জন্য আওয়ামী লীগ এক ভয়াবহ ক্যান্সার

লিখেছেন লিখেছেন মানিক ১৮ এপ্রিল, ২০১৩, ০৩:২৪:২৪ দুপুর

বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ ক্যান্সারের নাম বাংলাদেশ আওয়ামী লীগ।



ক্যান্সার হলে যেমন Answer নাই। তেমনি আওয়ামী লীগের হাত থেকেও এ দেশের মানুষের মুক্তি নাই। ক্ষমতায় থাকুক আর ক্ষমতার বাইরে ভারতের ভূত ঘাড়ে নিয়ে ওরা জ্বালিয়ে খাক করবে সোনার বাংলাকে।



জাতীয় রাজনীতির নিষ্পন্ন ইস্যু, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে এবং আপাদমস্তক প্রশ্ন বিদ্ধ, তথাকথিত যুদ্ধাপরাধ বিচারের নামে বিরোধী দল দমনের ঘৃন্য অপচেষ্টার মাধ্যমে তারা দেশকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে সরকারী মদদে পরিকল্পিত ভাবে ইসলাম ধর্মের ভয়াবহ অবমাননা।

দেশে চলমান রাজনৈতিক সঙ্কটের ১০০% দায় তাই আওয়ামী লীগের।

আওয়ামী লীগ সরকারে থাকলে ঘটতে থাকে ভয়াবহ সব ঘটনা।

বিশ্বজিত



সাগর-রুনী



গণহত্যা ২০১৩







বিচারের নামে চরম অবিচার



বিরোধী দল দমনে রেকর্ড









সত্যনিষ্ঠ দেশপ্রেমিকের করুণ দশাঃ



দুর্নীতির মহামারী







ওরা ক্ষমতার বাইরে থাকলেও শান্তিতে থাকতে দেয় না এক মুহুর্তওঃ



দেশের মানূষ বলে, এইমুহুর্তে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এখন দেশে যা ঘটছে তার ১০% ইস্যু পেলে তারা চুলের মুঠি ধরে বিএনপি জামাতকে ক্ষমতা থেকে নামিয়ে দিত। আওয়ামী লীগের এই সীমাহীন অপশক্তি আর ক্ষমরার উৎস কী????

বিষয়: রাজনীতি

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File