আহম্মদ শফি হুজুরের কাছে আকুল নিবেদন

লিখেছেন লিখেছেন মানিক ১৭ এপ্রিল, ২০১৩, ০১:১৫:৫০ দুপুর



আল্লামা আহম্মদ শফি হুজুরের কাছে একজন সাধারণ মানূষ হিসাবে আমার আকুল আবেদনঃ দেশের ১৬ কোটি মুসলমান আপনাকে নেতা মেনেছে। বিরাট প্রত্যাশা নিয়ে ইসলাম আর ঈমান রক্ষার জন্য আপনার দিকে তারা তাকিয়ে আছে। আপনার ঈমানী দায়িত্ব তাদেরকে কোনভাবে হতাশ না করা। এই বৃদ্ধ বয়সে আল্লাহ বাংলার মানুষের এবং ইসলাম রক্ষার উছিলা হিসাবে আপনাকে কবুল করুন।

►আন্দোলকে কখনোই সহিংস করা যাবে না।

►আওয়ামী লীগের সাথে আছে ভারত-ইসরাঈলী প্রশিক্ষিত গোয়েন্দা।

►সম্মিলিত ভাবে তারা ইবলিসেরর চাইতেও চালাক,ধুর্ত আর ভয়ঙ্কর।

►তাদের আরো আছে সাড়েচার বছর বাংলার মানুষকে চুষে খাওয়া হাজার হাজার কোটি কোটি টাকা। টাকার তাদের অভাব নাই। আছে মিডিয়া আর অপকৌশল।

►সর্বোচ্চ সতর্কতা,বুদ্ধি আর বিবেক দিয়ে তাদের মোকাবেলা করতে হবে।

►কোন অবস্থাতেই দাবী আদয় না করে ময়দান ছাড়া যাবে না।

►১৩ দফার চলমান আন্দোলনের পরও দীর্ঘ মেয়াদে চলবে হেফাজতের আন্দোলন। বাংলাদেশে ইসসামের শত্রুরা দিনে ২৪ ঘন্টা, মাসে ৩০ দিন আর বছরে ১২ মাস তাদের সর্বশক্তি নিয়োগ করে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। হেফাজতকেও তার প্রতিরোধ অব্যহত রাখতে হবে।

►হেফাজতের মেধাবী আর অনুগত ভাইদের সমন্বয়ে নিজস্ব শক্তিশালী গোয়েন্দা ও নিরাপত্তা ইউনিট গড়ে তোলা দরকার। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত।

►গড়ে তোলা দরকার শক্তিশালী মিডিয়া উইং। ইলেকট্রনিক, প্রিন্ট, সোসাল মিডিয়ায় কে কী অপপ্রচার চালাচ্ছে তা জানা এবং দক্ষতার সাথে তা মোকাবেলা করার জন্য।

►অনুপ্রবেশকারী, নাশকতাকারী ঢুকে বদনাম করে সব কিছু ভন্ডুল করে দিতে পারে। ষড়যন্ত্রকারীরা নাশকতা করার আগেই তা ধরা ও ভন্ডুল কারর মতো দক্ষতা অর্জন করতে হবে।

মহান আল্লাহ আপনার সহায় হোন এবং আপনাকে এই মহান আন্দোলনে সাফল্য দান করুন। আমীন।

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File