জাতি আজ মুক্তির প্রত্যাশায়
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০২ এপ্রিল, ২০১৩, ০৬:০০:৩৪ সন্ধ্যা
সাম্প্রতি দেশ আজ চরম সংকটকাল অতিক্রম করছে। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এ সংকট বিস্তৃত। শাষকচক্রের চরম দুর্নীতি আর উদাসীনতার ফলে জাতি হিসেবে আমরা আজ হতাশ। চলমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের এ হতাশাকে আরও বাড়িয়ে তুলছে। একদিকে পিচঢালা কাল রাজপথ লাল হচ্ছে রক্তে,লংঘিত হচ্ছে মানবাধিকার, মানুষের জীবনের নেই কোন নিরাপত্তা; অপরদিকে একের পর এক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়ছে অর্থনীতি, ব্যহত হচ্ছে উন্নয়ন, পিছিয়ে পড়ছে জাতি, রচিত হচ্ছে ইতিহাসের কাল অধ্যায়। এর দায় সরকারকেই নিতে হবে। শ্বাসরুদ্ধকর এ অবস্হা থেকে জাতি আজ মুক্তির প্রত্যাশায়................................................।
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন