শোষনের স্বাধীনতা
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৫ মার্চ, ২০১৪, ১০:২৬:০৬ সকাল
খুনীর আছে স্বাধীনতা
বিচারকের নেই।
স্বাধীনতা পাইনি আমি
পায়নি অনেকেই।
.
সাতচল্লিশের সূর্য কীরণ,
পাক-শাষকের দমন পীড়ন
জাতির ঘাড়ে চেপে যখন
মলিন হয়ে যায়।
তখন বুঝি তাদের সাথেও
বাস করা খুব দায়।
.
আমজনতা ক্রুদ্ধ হলো
একাত্তরে যুদ্ধ হলো
রক্তচোষা পাক সেনাদের
হলো পরাজয়।
স্বাধীনতা ঐ দাদাদের
মগের মুলুক নয়।
.
মতপ্রকাশের স্বাধীনতা
অধিকারের ন্যয্যকথা
স্বাধীন নামের বাংলাদেশে
বলার উপায় নেই।
স্বাধীন দেশেই পাইনা খুজে
স্বাধীনতার খেই।
.
গনমাধ্যম বন্ধ কেন?
আইন আদালত অন্ধ কেন?
স্বাধীনতার নামে কেন
স্বৈরাচারের জয়?
দেশটা তবে কেমন করে
বলো স্বাধীন হয়!
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ পরনির্ভরশীল একটা দেশ , স্বাধীন নয় । স্বাধীনতার মানে আত্মনির্ভরশীলতা ।
ব্যাপারটা খুবই দূরদর্শী । কারণ ক'দিন বাদে বাংলাদেশ সত্যি সত্যিই সাহারা মরুভূমিতে পরিনত হবে ।
ধন্যবাদ। ভাল লাগা রেখে গেলাম। আবার ফিরে আসবো কিন্তু।
আবার আসবেন জেনে খুশী হলাম। আশাকরি এভাবেই গঠনমূলক সমালোচনা করে অমাকে ধন্য করবেন
'চিলে মোদের কান নিয়েছে'
কান খুঁজতে গিয়ে,
স্বাধীন নামের অশ্বডিম্ব,
এলাম মোরা নিয়ে৷
সেই ডিম্বের বাচ্চা ফুটে,
করলে সর্বনাশ,
জাত দিয়েছি, খত দিতেছি,
রুখতে করাল গ্রাস৷
ফেসবুকে আপনাকে পেলে উপকৃত হতাম
https://www.facebook.com/ajanpathik
মন্তব্য করতে লগইন করুন