বুলবুলের গাজাখোরী মন্তব্য
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০৫:৪৪ দুপুর
সংজ্ঞাটাকি ধর্মপ্রাণের ?বুঝবি কি তুই বোকা?
কি ভেবেছিস? সব জনগন ফিডার খাওয়া খোকা?
চাপার জোরে আর কতদিন চলবে তোদের ধোকা!
.
আজে বাজে বকাবকির এতই যখন শখ।
দেশে আছে পাগলা গারদ জায়গা মত বক।
.
চুরি করেই বলিস আবার চোরটা গেলো কই?
চাপাবাজের মুখেই মানায় মহাসত্যের খই!
এমন আজব দেশেই মোরা করছি বসোবাস
সিটিংবাজি দেখেই যেথায় যায় ফুরিয়ে মাস।
[জামায়াত ও হেফাজত প্রকৃত ধর্মপ্রান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল]
http://www.onbangladesh.org/newsdetail/detail/200/67228
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্মের জন্যে যারা প্রান দিতে প্রস্তুত তারাইতো ধর্মপ্রাণ।
নুনুর গোড়ায় নতুন বাল গজাইছে নাকি তার?
অতি ভক্তি চোরের লক্ষন!!!
ধন্যবাদ আপনাকে।
কোনদিন না ফতোয়া দিয়ে বসেন ইসলাম ধর্ম ই ইসলাম ধর্ম নয়।
ধর্মপ্রাণ মুসলমান তাহলে উনার মতে কে বা কাহারা ?
কান আছে তাই শুনি৷
ওরাই হলেন বুদ্ধিজীবি,
বিরাট জ্ঞানী গুনি৷
।
মন্তব্য করতে লগইন করুন