কৃষ্ণমেঘ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৩০:০৮ রাত
রাজনীতির ঐ নোংরা খেলা
জমছে দেশের মাঠে
রক্ত খেলা খেলছে ওরা
পথে হাটে ঘাটে।
.
হাজত রিমান্ড জেল ফাঁসি আর
নানান রকম খেলা
ভাগ্যাকাশে জমছে জাতির
কৃষ্ণ মেঘের মেলা।
.
গুপ্ত হত্যা ক্রসফায়ার আর
বন্দুল নলের ঝড়ে
প্রতিদিনই স্বাধীন দেশে
লাশের বহর পড়ে।
.
রাজপথে কেউ প্রতিবাদের
মিছিল নিয়ে গেলে
পরাপারের ভিশাই যে তাঁর
প্রতিদানে মেলে।
.
এই যদি হয় স্বাধীন দেশের
নিত্য দিনের চিত্র
যখন নাকি সন্ত্রাসীরাই
স্বাধীনতার মিত্র!
.
যোগ- বিয়োগের অংক আমার
আর মিলেনা ভাইরে!
স্বাধীন দেশের স্বাধীনতা
বলনা কোথা পাইরে!
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাশের পরে লাশ পড়েছে
মৃত্যুপুরি বাংলাদেশে।
এই নিয়েই আমাদের চলা
ভুল করেছি ভাইরে,
এ রতনে রাখি কোথায়?
রাখার জাগা নাই রে৷
ভাত যায়না পেটে আমার,
গুলির অভাব নাইরে,
স্বাধীন চেতা এমন নেতা
বিশ্ব মাঝে নাই রে৷
বলনা কোথা পাইরে
মন্তব্য করতে লগইন করুন