নিজেকে নিজে
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৯ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৪:৪২ রাত
সিরিজঃ যোগ-বিয়োগ
কাব্যঃ-০৩
প্রতিদিনই সূর্য উঠে সূর্য আবার ডোবে
এরই ভেতর কাজগুলোকে সেরে নিতে হবে।
ষাট সেকেন্ডে হয় যে মিনিট, ষাট মিনিটে ঘন্টা
সময় বিচার করলে কাজে থাকবে তাজা মনটা।
চব্বিশ ঘন্টা পার হলে যে, শেষ হয়ে যায় দিনটা
ক্ষনে ক্ষনে বাড়তে থাকে ঐ সময়ের ঋনটা।
সাত দিনেতে সপ্তা ফুরায়, তিরিশ দিনেতে মাস
বারো মাসে জীবন থেকে একটি বছর হৃাস।
স্বপ্ন দেখেই চলছে যাদের জীবন পথের গাড়ী
তুমিও আজ তাদের সাথে সেই পথে দাও পাড়ি।
স্বপ্নগুলো সত্যি হবে থেকো না যে বসে
প্রতি কদম যাও এগিয়ে হিসেব কষে কষে।
ভুল করোনা ,ভুলের মাশুল বিপদ জনক হবে
খুব বেশীদিন জীবন প্রদীপ জ্বলবে কি এই ভবে?
বিষয়: সাহিত্য
১৫৫৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব বেশীদিন জীবন প্রদীপ জ্বলবে কি এই ভবে?
অসাম অসাম হয়েছে ।
মন্তব্য করতে লগইন করুন