কেমন স্বাধীনতা?

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৯ জানুয়ারি, ২০১৪, ০১:২৩:৪৮ দুপুর

সিরিজঃযোগ-বিয়োগ

কাব্যঃ-০১

.

হিসেব কষেই অংক মেলাও

যোগ বিয়োগ আর গুনে

স্বাধীন দেশের ঘাঁস ভিজে যায়

আম জনতার খুনে।

.

দিনে দিনে বাড়ছে যে খুন

প্রশ্ন জাগে মনে!

দাবী আদায় করতে কেন

মরছে জনে জনে?

.

রক্ত তো সব ঢেলেই দিছি

একাত্তরের অক্তে

পিচ ঢালা ঐ কাল রাজপথ

আজ কেন লাল রক্তে?

.

নামটা যে ভাই স্বাধীন আমার

সাগর রক্তের অর্জন

কিন্তু এথায় ক্যান্ শোনা যায়

ভীন শকুনের গর্জন।

.

পারছিনা আর সইতে প্রভু

মুক্ত করো দেশটা

আর কতকাল সইবো এমন

নোংরা পরি-বেশটা।

বিষয়: বিবিধ

১৭৭০ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164299
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৩
সিটিজি৪বিডি লিখেছেন : যারা খুন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে তাদেরকেও একদিন বিচারের কাটগড়ায় দাড়াতে হবে।
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
118546
অজানা পথিক লিখেছেন : সন্দেহাতীত সত্য
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৭
118583
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : রাইট-
164301
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : হিসেব কষেই অংক মেলাও
যোগ বিয়োগ আর গুনে
স্বাধীন দেশের ঘাঁস ভিজে যায়
আম জনতার খুনে।
মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
118573
অজানা পথিক লিখেছেন : Happy
164316
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
আহমদ মুসা লিখেছেন : চমৎকার একটি ছড়া। বর্তমান দেশের করুণ পরিস্থিতির বাস্তব চিত্রই ফুটে উটেছে আপনার এই ছড়াইয়।
আসলেই আমাদের এই প্রিয় দেশটি একাত্তুর সালে অগনিত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল বলে শুনে থাকি। বাস্তব অবস্থা হচ্ছে দেশ স্বাধীন হয়ে বটে কিন্তু দেশের মানুষ স্বাধীনতা পায়নি। আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকা জানোয়ারগুলো মেরুদন্ডহীন। তাদের মুখে থাকে মুক্তিযোদ্ধের চিন্তা চেতনা, বাস্তবে দেখা যায় প্রতিবেশী ধূর্ত শিয়াল চরিত্রের ন্যংটো সাংস্কৃতির ধারক বাহকদের পদলেহন। এসব জানোয়ারগুলোর মন মানষিকতা যেমন গোলামীর তেমনি তারা দেশের তাবত জনগনকেও তাদের মত গোলাম/দাসী হিসেবে পরিনত করতে চায় ধূর্ত সাম্প্রদায়িক শিয়ালদের। অথচ এই স্বাধীনচেতা জাতির ইতিহাস হচ্ছে লড়াই সংগ্রাম করে বেচে থাকার।
ইনশায়াল্লাহ অচিতেই আমাদের জাতির আকাশ থেকে কালো মেঘ দূর হয়ে যাবে।
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫০
118574
অজানা পথিক লিখেছেন : অনেক সুন্দর বলেছেন। মুসা ভাই। তাই যেন হয়
164352
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৭
118610
অজানা পথিক লিখেছেন : ধন্যবাদ আপনাকে
164419
১৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৫
বাকপ্রবাস লিখেছেন : Rose Rose Thumbs Up Thumbs Up Rose Rose
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
118655
অজানা পথিক লিখেছেন : Happy
164444
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
ভিশু লিখেছেন : Praying Praying Praying
Day Dreaming Day Dreaming Day Dreaming
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
118656
অজানা পথিক লিখেছেন : Happy
164469
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
প্রিন্সিপাল লিখেছেন : সুন্দর একটি লিখা। কাব্যের মাধ্যমে সমাজকে সুন্দর উপহার।
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
118691
অজানা পথিক লিখেছেন : Happy
.
.
.
.
.
ধন্যবাদ Surprised

আবার বেড়াতে আসবেন কিন্তু
164536
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৯
শেখের পোলা লিখেছেন : ১৯৪৭ সালেও স্বাধীন হয়েছিলাম,১৯৭১ এ মাইনাস হয়ে স্বাধীন হলাম৷ প্লাশে মাইনাসে মিলে মাইনাস হলাম, অর্থাৎ পরাধীন৷ আর একবার মাইনাস হলে তবেই আবার প্লাস বা স্বাধীন হব৷
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
118769
অজানা পথিক লিখেছেন : জটিল সমীকরন করে দিলেন ভাই
164633
২০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন :
ধরা যাবেনা
ছুয়া যাবেনা
বলা যাবেনা
কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
123541
অজানা পথিক লিখেছেন : যার পিছনে জানটা দিলাম
যার পিছনে রক্ত/
সেই রক্তের বদল দেখ
বাঁচাই কেমন শক্ত!/

....বাঁচতে চেয়ে খুন হয়েছি
বুলেট শুধুই খেলাম/
উঠতে এবং বসতে ঠুকি
দাদার পায়ে সেলাম!/

ধরা যাবে না ছোঁয়া যাবে না
বলা যাবে না কথা/
রক্ত দিয়ে পেলাম শালার
আজব স্বাধীনতা!’
১০
165159
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৭
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩০
120173
অজানা পথিক লিখেছেন : কেন?
১১
166553
২৪ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৮
নূর আল আমিন লিখেছেন : আর কতদিন থাকবো পরাধিন
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
123542
অজানা পথিক লিখেছেন : আর কতদিন???
১২
170419
৩০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪১
নূর আল আমিন লিখেছেন : আমারো প্রশ্ন
এট@ রক্ত তো সব ঢেলেই
দিছি
একাত্তরের অক্তে
পিচ ঢালা ঐ কাল
রাজপথ
আজ কেন লাল রক্তে?
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৬
124458
অজানা পথিক লিখেছেন : Happy
১৩
170611
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১০:২০
জবলুল হক লিখেছেন : চমৎকার ছড়া।বেশ ভালো লাগলো ।
৩০ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৬
124459
অজানা পথিক লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File