ব্যপারটিকে আপনারা কিভাবে বিবেচনা করেন?
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৩ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৩:৫৪ দুপুর
সমাজের বেশীর ভাগ মানুষই যুক্তি পছন্দ করে। সঠিক যুক্তি উপস্হাপন না করতে পারলে কোন বক্তব্য কে সামগ্রিকভাবে গ্রহনয়োগ্য করে তোলা সম্ভব নয়। যুক্তি দিয়েই চেতনার জটকে মুক্ত করা উচিৎ বলে আমি মনে করি। ঢালাও ভাবে কেউ ভারতপন্হী, কেউ সুবিধাবাদী, কেউ রাজাকার অথবা কেউ স্বৈরাচার এমন প্রান্তিক মন্তব্য থেকে বের হয়ে আসা উচিৎ। আত্মসমালোচনার মত অকৃত্রিম শক্তি এবং সত্য গ্রহনের সদিচ্ছা নিয়ে অগ্রসর হতে হবে।
.
আমার ভুল হলে আপনি ভুলটিকে বিনয়ের সাথে ধরিয়ে দিন। অপেক্ষা করুন আমি কি প্রতিউত্তর/ যুক্তি দেই। এর আগেই যদি অপনি আমাকে গালিগালাজ শুরু করেন তাহলে আপনার প্রতি আমার চরম বিদ্বেষ আর অসম্প্রীতি ছাড়া অন্য কিছু সৃষ্টি না হওয়াটাই স্বাভাবিক। পরমত সহিষ্ঞু না হলে বেশীর ভাগ ক্ষেত্রে নিজেই ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে।
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ অজানা পথিককে।।
মন্তব্য করতে লগইন করুন