ব্যপারটিকে আপনারা কিভাবে বিবেচনা করেন?

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৩ জানুয়ারি, ২০১৪, ০৩:৫৩:৫৪ দুপুর

সমাজের বেশীর ভাগ মানুষই যুক্তি পছন্দ করে। সঠিক যুক্তি উপস্হাপন না করতে পারলে কোন বক্তব্য কে সামগ্রিকভাবে গ্রহনয়োগ্য করে তোলা সম্ভব নয়। যুক্তি দিয়েই চেতনার জটকে মুক্ত করা উচিৎ বলে আমি মনে করি। ঢালাও ভাবে কেউ ভারতপন্হী, কেউ সুবিধাবাদী, কেউ রাজাকার অথবা কেউ স্বৈরাচার এমন প্রান্তিক মন্তব্য থেকে বের হয়ে আসা উচিৎ। আত্মসমালোচনার মত অকৃত্রিম শক্তি এবং সত্য গ্রহনের সদিচ্ছা নিয়ে অগ্রসর হতে হবে।

.

আমার ভুল হলে আপনি ভুলটিকে বিনয়ের সাথে ধরিয়ে দিন। অপেক্ষা করুন আমি কি প্রতিউত্তর/ যুক্তি দেই। এর আগেই যদি অপনি আমাকে গালিগালাজ শুরু করেন তাহলে আপনার প্রতি আমার চরম বিদ্বেষ আর অসম্প্রীতি ছাড়া অন্য কিছু সৃষ্টি না হওয়াটাই স্বাভাবিক। পরমত সহিষ্ঞু না হলে বেশীর ভাগ ক্ষেত্রে নিজেই ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162094
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
মিরন লিখেছেন : আপনার লেখার যুক্তি আছে
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
116306
অজানা পথিক লিখেছেন : আমার কথাটা অন্যের কাছে গ্রহনযোগ্য পন্হায় পৌছানো উচিৎ। সে বিষয়টিই পরিষ্কার করতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে
162146
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
ভিশু লিখেছেন : ঠিক বলেছেন! মিথ্যাবাদী, ধোঁকাবাজরাই যুক্তি-প্রমাণকে ভয় পায়! পরমতসহিষ্ণুতাও নেই তাঁদের!
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
116343
অজানা পথিক লিখেছেন : তাহলে যে অন্যায়ভাবে কাউকে দোষারপ করার কাজটি বন্ধ হয়ে যাবে!!! এখানেই গলদ
162678
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০৭
টাংসু ফকীর লিখেছেন : জনাব আমিও একমত ভিশু ভাইয়ার সাথে। অনেক ধন্যবাদ
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৮
118538
অজানা পথিক লিখেছেন : আপনাকেও তাই
163400
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : মিথ্যাবাদিরা কোন যুক্তিতে নেই, একটা বলে দিলেই হইলো।
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৯
118539
অজানা পথিক লিখেছেন : ঠিক তাই
163753
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৩
মহি১১মাসুম লিখেছেন : যে কোন বিষয়ে গ্রহনযোগ্য যুক্তি সমাজের দৃষ্টিভঙ্গি তৈরীতে সহায়ক এবং সমাজকে যুক্তিবাদী করে তোলে। আবার অন্যভাবে দেখলে যুক্তিহীন উক্তি বা বক্তব্য মানুষকে একগুয়ে বা বিদ্বেষী মানুষিকতাই গঠন করে।
ধন্যবাদ অজানা পথিককে।।
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৪
118544
অজানা পথিক লিখেছেন : যুক্তিই আদর্শিক মেটিভেশনের জন্য গ্রহনযোগ্য পন্হা। আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File