ছড়া রুখবে স্বৈরাচার-১৩ " গুলি কি তোর বাপের জিনিস?"
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৬ জানুয়ারি, ২০১৪, ০৯:২৮:০৪ সকাল
রাস্তা ঘাটে
নির্বিচারে
কেন তোরা
গুলি করিস?
.
আবার কেন
টকশো করে
অধিকারের
বুলি ছুড়িস?
.
আর কতদিন
চলতে পারবি
একবার হিসেব
টেনে দেখিস
.
স্বৈরাচারের
পাপের শাস্তি
কেমনটি হয়
জেনে রেখিশ।
.
জনগনের
টাকায় কেনা
গুলি কি তোর
বাপের জিনিস?
.
এমন যদি
চলতে থাকে
খুব সকালে
হবি ফিনিস।
===========রাস্তা ঘাটে
নির্বিচারে
কেন তোরা
গুলি করিস?
.
আবার কেন
টকশো করে
অধিকারের
বুলি ছুড়িস?
.
আর কতদিন
চলতে পারবি
একবার হিসেব
টেনে দেখিস
.
স্বৈরাচারের
পাপের শাস্তি
কেমনটি হয়
জেনে রেখিশ।
.
জনগনের
টাকায় কেনা
গুলি কি তোর
বাপের জিনিস?
.
এমন যদি
চলতে থাকে
খুব সকালে
হবি ফিনিস।
===========
বিষয়: বিবিধ
১৭৫৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।
চলতে থাকে
খুব সকালে
হবি ফিনিস।
মন্তব্য করতে লগইন করুন