বিড়ম্বনার ভিন্নমাত্রা

লিখেছেন লিখেছেন অজানা পথিক ২০ ডিসেম্বর, ২০১৩, ০৫:০৫:৫৪ বিকাল



অবরোধে ঢাকা শহর

ফাকাঁ থাকে বেশ

কিন্তু তাও কাটেনি আমার

বিড়ম্বনার রেশ।

.

বাংলামটর যাবো আমি

পাবলিক বাস পেলাম

গাবতলী তে আছি এখন

কম সময়েই গেলাম।

.

কিন্তু একি চেয়ে দেখি

কোথা আসলাম হায়

বাংলামটর পার হয়ে বাস

শহবাগেতে যায়।

.

ফেসবুকেতে লগইন করে

মগ্ন ছিলাম ভাই

কোন ফাকে পার হয়ে গেলাম

সেই খবর আর নাই।

.

কি আর করা করলাম শুরু

পিছনে হাটা

ক্লান্ত থেকে আরও ক্লান্ত

হলো কুল গা টা।

.

জ্যামে পড়ে লম্বা সময়

ফেসবুকেই থাকতাম

রাস্তা ঘাটের কত ছবি

জ্যামথেকেই আঁকতাম।

.

তাই ভাবিনি যাবো আমি

বেশ তাড়াতাড়ি

নতুন মাত্রার বিড়ম্বনা

কেস আড়াআড়ি।

.

ফিরে আসার পথে আবার

আরেক ঘটনা

পাশের সিটের ভদ্রলোক টি

মানুষ ছোটনা্

.

চিনেনা তাই জিগেশ করে

আসাদগেট নাকি

আমি বলি বসে থাকেন

অনেক দূর বাকি।

.

খনিক পরে চেয়ে দেখি

আসাদগেট পিছে

জ্যাম নেই তাই হলো আমার সব

অনুমান মিছে।

.

অবরোধেই জ্যাম থাকেনা

বন্ধু যতদিন

এমন হরেক ঘটনা যে

ঘটে ততদিন।

.

হায় বন্ধু জ্যাম, তুমি মোরে

করেছো মহান

তুমি নেই তা্ই বাড়ে আমার

হাটার পরিমান।

বিষয়: সাহিত্য

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File