গনমাধ্যম সন্ত্রাস ও একটি কেস ষ্টাডি(আজকের লক্ষীপুর)
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১২ ডিসেম্বর, ২০১৩, ১০:১৮:০৪ রাত
একাত্তরে___________@
এদেশের রাজনীতিতে বামপন্হী দলগুলোর অবস্হান অনেক শক্তিশালী ছিল। তৎকালে শেখ মুজিবর রহমানের প্রধান প্রতিদ্বন্দী তাদেরকেই বলা যায়। কিন্তু স্বাধীনতা উত্তর রাজনীতিতে তারা ধীরে ধীরে অস্তিত্ত্ব সংকটে পড়তে থাকে। প্রত্যেকটা নির্বাচনেই তারা অংশগ্রহন করেছে এবং জামানত হারিয়েছে।
এই মর্মে ____________@
তারা কিছু ষ্ট্রাটেজিক পরিবর্তন আনে। মাঠের রাজনীতিতে সুবিধা করতে না পেরে মিডিয়া, কালচার, প্রশাসন ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় কাজের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র তারা তৈরী করে। ফলশ্রুতীতে এই মিডিয়া আজকে তাদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। ইসলামপন্হীদের কে যার চরম মূল্য দিতে হচ্ছে। মিডিয়া নামের বিশাল যন্ত্রটি তাদের নিয়ন্ত্রনে থাকার ফলে নিজেদের মত করে সংবাদ পরিবেশন করা মুহুর্তের ব্যাপার মাত্র।
আজকের (১২-১২-১৩) একটি চিত্র তুলে ধরলাম
লক্ষ্মীপুরের আজ যা ঘটল__________@
র্যাব লক্ষ্মীপুরের যুবদল সহসভাপতিকে গ্রেফতার করতে ভোরে তার বাড়িতে অভিযান চালায়। তারপর পরিবারের সদস্যরা টের পায় এবং র্যাবকে চিনতে না পেরে তাদের বাধা দেয়। তখন র্যাব সাথে সাথে সেই নেতার পায়ে গুলি করে এবং বাড়ি ঘিরে রাখে।
ফলাফল____________________@
ব্যাপক রক্তক্ষরণে মারা যান তিনি। এই খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা র্যাবকে ঘিরে ফেলে । র্যাব এলোপাতাড়ি গুলি করতে করতে পালিয়ে যায়, এতে আরেক বি এন পি কর্মী নিহত হয়।
অথচ______________________@
এটিননিউজ সকাল থেকে স্ক্রলে লেখা দেখাচ্ছে "লক্ষ্মীপুরে সংঘর্ষে দুইজন নিহত", এমনকি ATN News এর স্থানীয় প্রতিনিধির সাথে সরাসরি কথা বলার সময় স্থানীয় প্রতিনিধিও এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছিলেন, সাথে সাথে সংবাদ পাঠক তাকে থামিয়ে দিয়ে বলে আমরা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। কি নির্লজ্জ সন্ত্রাস!!!
তাই_______________________@
এটাকে কোনভাবেই সংঘর্ষে নিহত বলা যায় না, এটা রাষ্ট্রীয় খুন। মিডিয়া এটিকে ধামাচাপা দিতে অনেকাংশেই সফল হল।
এধরনের হাজারো দৃষ্টান্ত তুলে ধরা যাবে। বিশেষ করে শাহবাগের গনজাগরণমঞ্চে লোক সমাগম যাই হয়না কেন মিডিয়া তাদের কে ফলাও করে প্রচার করে। অথচ সারাদেশ বিরোধী দলের হরতাল আর অবরোধে অচল হয়ে গেলেও
তাকে ঢিলেঢালা কর্মসূচী বলে আখ্যায়িত করে। আবার প্রয়োজনের তাগিদে কখনো কখনো ইসলামী দলগুলোকে মৌলবাদী আর জঙ্গি বানানো এবং আসল সন্ত্রাসীদের কে আড়ালে রাখা তাদের জন্যে খুব কঠিন কাজ নয়।
যেহেতু__________@
এখনকার তথ্য সন্ত্রাস ইসলামী দলগুলোর মানস সংকটের ফলেই সৃষ্ট। এর দায় স্বীকার না করেও উপায় নেই। একজন রাজনৈতিক নেতা চিন্তা করে আগামী কালের কর্মসূচী নিয়ে কিন্তু একজন গবেষক বিশ-ত্রিশ-পঞ্চাশ বছর বা আরও বেশী সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে পলিসি মেকিং এ ভূমিকা রাখে।
সেহেতু__________@
ইসলামী চিন্তাবিদ ও পলিসি মেকারদের সৃষ্ট চিন্তার সংকট থেকে বের হয়ে অনাগত দিনের ষ্ট্রাটেজি নির্ধারন করতে হবে। শত বছরের রাজনীতিকে বিশ্লেষন করে একেকজন তরুন গবেষকদের মাথায় থাকতে হবে চিন্তার মহাসাগর।
বলতে দ্বিধা নেই____________@
এদেশের ইসলামী আন্দোলন আজ একটি পর্য়ায়ে উপনীত হয়েছে । প্রচেষ্টার ত্রুটি আর সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও নির্দিষ্ট গন্তব্যে ছুটে চলছে আলোকের পথযাত্রীরা। হাজারো মানুষের রক্ত ঝরেছে এ আন্দেলেনের পেছনে। স্বৈরাচারী শাসকের অন্যায় বিচারের মুখে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত পৌছে এ আন্দোলন ইতিহাস সৃষ্টি করেছে। আগামীর পথচলাতে যাবতীয় চিন্তার সংকট দূর করার প্রত্যয়ে যুগপোযোগী পদক্ষেপ গ্রহনের মাধ্যমে হেরার আলোয় আলোকিত একটি সমাজগড়ার স্বপ্ন আমরা দেখতেই পারি।
বিষয়: রাজনীতি
১৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন