ছড়া রুখবে স্বৈরাচার-০৯ চেতনার শাহবাগ জনশূন্য
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১১ ডিসেম্বর, ২০১৩, ০৬:১২:৩৭ সকাল
তেঁতুল ছিল বিরনী ছিল
আরো ছিল টাকা
কিন্তু এখন নাই কিছু নাই
ঘুরেনা আর চাকা
লাখো লোকের শাহবাগে তাই
লোক সমাগম ফাকা।
.
চলে গেলে কোথায় গেলে
কোন সে অচিনপুরে
তেঁতুল টাকা বিরনী দেব
যেওনা আর দূরে
বলবে শুধু তুই রাজাকার
গান গাবে সেই সূরে।
.
কাদের মোল্লার চাই ফাঁসি চাই
জোরসে বল খোকা
দাও বলে দাও কষ্ট কিসের
সব চেতনার ধোকা
আমরা যে হায় অতি চালাক
আর জনগন বোকা!
বিষয়: সাহিত্য
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন