হায়রে মানবাধিকার!

লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৩ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৮:১৩ দুপুর



এমরান। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের কর্মী।

তার ঝলসানো শরীর দেখে

আমার পাষান হৃদয় একটুও কাঁদেনি!

মোটেও অবাক হয়নি!

এভাবেই হাজারো এমরানকে দেখেছি ঘাতকের আঘাতে

পরপারে পাড়ী জমাতে। চোখের সামনে মানবতার

এমন নিষ্ঠুর পরাজয় দেখতে দেখতে বেড়ে উঠছে

আমার মত আর কত যুবক! এখন আর আমাদের

হৃদয়ে রক্তক্ষরণ হয়না। সত্যিই আমরা অনেক পাষান!!

.

ঘাতক!

কে সেই ঘাতক?

-পাকিস্তানী হানাদার?

-স্বাধীনতা বিরোধী বর্বর জামায়াত শিবির?

.

না, এরা স্বাধীনতা ব্যাবসায়ী আওয়ামী হায়েনা!

শহীদের রক্ত বেঁচে যারা ক্ষমতা কুক্ষিগত করে।

পবিত্র মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে যারা রাজনীতি করে।

.

রক্তের বিনিময়ে আমাদের শহীদরা কি এমন বাংলাদেশটি ই

চেয়েছিল?

.

এখন আর মানবাধিকারের ধ্বজ্বাধারী

হারামজাদাদের কানে ব্যাথার গুঞ্জরন পৌছেনা।

আর কথা বলেনা তাদের কৃত্রিম মানবতা।

সন্তানহারা মায়ের আর্ত চিৎকারে যখন

প্রকৃতির পশুপাখি গুলো হাউমাউ করে কাঁদে তখন

মানবাধিকারের মাছিগুলোকে বাতাসে আর

উড়তে দেখা যায়না।

হায়রে মানবাধিকার কর্মী!

তোমরা মানুষ নও, নরপিশাচ।

০৩.১২.২০১৩, সাভার

(০২.১২.২০১৩ তারিখে নিহত যুবদল নেতা এমরান কে উৎস্বর্গ। )

বিষয়: সাহিত্য

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File