(বিডি টুডেতে আমার পঞ্চাশতম পোষ্ট দিলাম এ ছড়াটির মাধ্যমে। মন্তব্য কাম্য।)
ছড়া রুখবে স্বৈরাচার-০৬
নির্বাচনের আগুন
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৭ নভেম্বর, ২০১৩, ১০:১৮:১৭ রাত

![]()
মাছে আগুন গাছে আগুন
আগুন সারাদেশে
বাসে আগুন চাষে আগুন
আগুন পরিবেশে।![]()
শ্রমবাজারে লাগলো আগুন
আগুন লাগলো শ্রমে
দ্রব্য মূল্যে লাগলো আগুন
পূঁজি গেল কমে।![]()
রাস্তা ঘাটে লাগলো আগুন
আগুন লাগলো ট্রেনে
শিক্ষাঙ্গনে লাগলো আগুন
আগুন লাগলো ব্রেণে।
![]()
লাগলো আগুন দেশ -বিদেশে
লাগলো আগুন মনে
আগুন লাগলো গাও গেরামে
পুড়ছে জনে জনে।![]()
বাদ নেই আর শহর -নগর
বাড়ছে আগুন দিনে
ধরিয়ে দিল আগুন যারা
রাখলাম তাদের চিনে।![]()
এই আগুনেই পুড়বে রে আজ
বাকশালীদের গদি
ছাইগুলো সব উড়ে উড়ে
ভাসবে সাগর-নদী।![]()
টিকবেনা আর জুলুমশাহী
থাকবেনা তার ছাতা
যুগ থেকে যুগ স্বাক্ষ্য দেবে
ইতিহাসের পাতা।
![]()
স্বৈরাচার সব যাবেই নিপাত
সবর করেন দুদিন
কোন একদিন আসবেরে ভাই
আমার দেশেও সুদিন।![]()
আগুন লাগলো রাজনীতিতে
নির্বাচনের আগুন
খালি ফিল্ডে গোল হবেনা
বাকশালীরা ভাগুন।![]()
রক্তে আগুন লাগলোরে ভাই
আনবোই এবার ফাগুন
শহর-নগর গাঁও গেরামে
ভাই বেরাদার জাগুন।
স্বরবৃত্ত-(৮+৬)
বিষয়: সাহিত্য
১৪২৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন