ছড়া রুখবে স্বৈরাচার-০৩
স্বৈরাচারী কবি
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৩ নভেম্বর, ২০১৩, ০১:৪৫:৫৩ দুপুর
শাসনযন্ত্রে বসে যারা
চালায় নৈরাচার
গণতন্ত্রে আমরা তাদের
বলি স্বৈরাচার।
আমলাতন্ত্রে থেকে যারা
করে অবিচার
প্রজাতন্ত্রে ভালবাসা
পায়না তারা আর।
কাব্যমন্ত্রে করছে যারা
কঠিন ব্যবহার
আমরা কেন তাদের গলে
তুলে দেব হার!
যে সব কবি পাঠকের মন
করেনা বিচার
পাঠকতন্ত্র ঘোষনা দেয়
ওরাও স্বৈরাচার।
গঠণতন্ত্রে যুক্ত হবে
নতুন এক ধারা
নিরীহ পাঠক রায় দেবে
স্বৈরাচার কারা।
পাঠক সমাজ এবার হাতে
নেবে আইন যে
কিনতে যদি হয় অভিধান
তুলবে ফাইন যে।
--------------------------------------------------------------
স্বরবৃত্ত(৮+৫)
--------------------------------------------------------------
(যে সকল
কবি কবিতায় দুর্বোধ্য শব্দের ব্যবহার
করছে বা ভবিষ্যতে করার
সম্ভাবনা আছে ছড়াটি তাদের জন্য
উৎস্বর্গ করা হল)
বিষয়: সাহিত্য
১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন