ছড়া রুখবে স্বৈরাচার-০৩
স্বৈরাচারী কবি
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৩ নভেম্বর, ২০১৩, ০১:৪৫:৫৩ দুপুর
![]()
শাসনযন্ত্রে বসে যারা
চালায় নৈরাচার
গণতন্ত্রে আমরা তাদের
বলি স্বৈরাচার।![]()
আমলাতন্ত্রে থেকে যারা
করে অবিচার
প্রজাতন্ত্রে ভালবাসা
পায়না তারা আর।![]()
কাব্যমন্ত্রে করছে যারা
কঠিন ব্যবহার
আমরা কেন তাদের গলে
তুলে দেব হার!![]()
যে সব কবি পাঠকের মন
করেনা বিচার
পাঠকতন্ত্র ঘোষনা দেয়
ওরাও স্বৈরাচার।![]()
গঠণতন্ত্রে যুক্ত হবে
নতুন এক ধারা
নিরীহ পাঠক রায় দেবে
স্বৈরাচার কারা।![]()
পাঠক সমাজ এবার হাতে
নেবে আইন যে
কিনতে যদি হয় অভিধান
তুলবে ফাইন যে।
--------------------------------------------------------------
স্বরবৃত্ত(৮+৫)
--------------------------------------------------------------
(যে সকল
কবি কবিতায় দুর্বোধ্য শব্দের ব্যবহার
করছে বা ভবিষ্যতে করার
সম্ভাবনা আছে ছড়াটি তাদের জন্য
উৎস্বর্গ করা হল)
বিষয়: সাহিত্য
১৫৪১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন