এ লেখার কি শিরোনাম দেব?
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৯ অক্টোবর, ২০১৩, ০৫:০৭:৩১ সকাল
“চেয়েছিলাম চেয়েছিলাম অনেক কিছুই, শেখ হাসিনার আমলে
আমার হৃদয় ব্লগিং করতে চায় দশ টাকা সের চালের বদলে।”
অনেক দিন থেকে প্রিয় ব্লগারদের মিস করছি। ব্লগ জগতের জনপ্রিয় নাম ছিল ‘সোনার বাংলাদেশ’। গঞ্জীকা চত্ত্বরে যেদিন ইমরান ভাদারা তেঁতুল চাটা আর বিরীয়ানী খাওয়া শুরু করেছিল মনে পড়ে সেদিনের কথা । তারা “সোনার বাংলাদেশ” ব্লগকেও বর্ণমালার মাধ্যমে শিক্ষা দিল-
স----------তে সোনার বাংলা ব্লগ । তুই রাজাকার, তুই রাজাকার
আর যায় কই? ৭২ আর ৭৫ এর বাকশাল চলে এল ২০১৩ তে। তারপরই স্বাধীন মত প্রকাশের জনপ্রিয় এ বাংলা ব্লগটির ও যুদ্ধপরাধী হিসেবে ফাঁসির রায় ...................!!
লাখো ব্লগার হারালো তাদের মত প্রকাশের অধিকার। আমি সোনার বাংলা ব্লগের একজন নিরীহ পাঠক ছিলাম মাত্র, কিন্তু অল্প সময়ের ব্যাবধানে আমি ও ব্লগিং শুরু করলাম। যখন ব্লগার হাসনাইন ভাই এর কাছে জানলাম “বিডি টুডে” নামে নতুন একটি ব্লগ বাধাহীন লেখার অঙ্গিকার
নিয়ে আবারও মুক্তচিন্তা প্রকাশের হাতছানি দিচ্ছে তখনই আমি হয়ে গেলাম অজানা পথিক।
সাতমাসে অনেকের সাথেই সখ্যতা হল। হয়তো বা কারও প্রকৃত প্রিয় হতে পারিনি কিন্তু অনেক প্রিয় ব্লগার পেয়েছি। বিডি টুডে নতুন ইতিহাস সৃষ্টি করল।
কিন্তু.
.
.
.
.
.
.
.
সময়ের ব্যবধানে এটি ও বাকশালী থাবার শিকারে পরিনত হল। টুডে>টুমরো হল। বাঁচলাম।
তারপর.
.
.
.
.
.
.
.
এটি পরিনত হল দ্বিখন্ডিত চেরীতে। কারা যেন এর ভেতর থেকে নির্যাসটুকু নিয়ে গেল। ব্লগটি অনেকটা অন্তস্বারশূন্য হয়ে পড়ল। অনেক প্রিয় ব্লগারদের এখন আর আগের মত ব্লগে পাওয়া যায়না।ভিজিটরের সংখ্যা খুবই কমে গেল। কিছুদিন আগেও আমার মত একজন নীরিহ ব্লগারের একটা লেখা ৫০০-৩০০০+ বার পঠিত হতো। আর এখন ৫০-১২০ এর ভেতর সীমাবদ্ধ থাকে;
অনেক কমেন্টস আসত আর ইদানিং ৮/১০ টা কমেন্টস আসতে অনেক কষ্ট হয়।
বাকশালীরা চোরাগোপ্তা কুটকৌশল প্রয়োগ করে এই সাইট টাকে দুর্বল করে দিল যদিও সোনার বাংলার মত একবারে...........................
আমরা যারা দেশে আছি তাদের সিংহভাগই স্বাভাভিক ভাবে ব্লগে যেতে পারিনা। মাঝে মাঝে ঢুকতে পারি। আমার ল্যপটপ থেকে অনেকদিন থেকে ঢুকতে পারছিনা তবে মোবাইলের মাধ্যমে যেতে পারছি। অর্থাৎ সঙ্গত কারনেই ব্লগার আর ভিজিটরের সংখ্যা অনেক কম।
তবে.
.
.
.
.
অনেকেই ব্লগার থেকে এখন ফেসবুকার হয়েছে। তাদের ভেতর আমিও আছি। যদিও ব্লগের মজাটা ফেসবুকে পুরাপুরি পাওয়া যায়না।যখন আমি ব্লগিং শুরু করি তখন সারাদিনে ফেসবুকে দু একবার ও লগ ইন হতো না। সিারাদিন ব্লগে পড়ে থাকতাম। আর এখন দিনরাত থাকি ফেবু তে। দু-একবার চেষ্টা করে সফল হলে ব্লগে ঘুরে আসি। তাই ভাবি কাজের সাথে নামেরও বিবর্তন দরকার।
যেমনঃ-----------ব্লগার অজানা পথিক > ফেসবুকার অজানা পথিক।
শেষকথা হল, দশটাকা কেজী চালের কোন দরকার নেই স্বাধীনভাবে কথাবলার অধিকার টুকু চাই।চাই মুক্ত চিন্তা প্রকাশ করতে, চাই বাধাহীন লেখার অঙ্গিকার।কোনভাবেই বাকশালে ফিরে যেতে চাই...........................।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন