জন্মদিনের কথা
লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৬ অক্টোবর, ২০১৩, ০৪:১৯:৫৩ বিকাল

বয়স তো কম হলো না
পূর্ণ যে একুশ
হিসেব টা কষলে দেখি
থাকে না হুশ।![]()
মুহুর্ত,সেকেন্ড মিনিট
হচ্ছে যে বিলীন
রঙ্গিন স্বপ্ন যে সব
ধুলোয় মলিন।![]()
দূরের যাত্রা তে আমি
ক্লান্ত পথিক
নামটা অজানা হলে ও
গন্তব্য সঠিক।![]()
আমরা নবীন সম্মুখে রঙ্গীন
জোৎসনার হাতছানি।
বঞ্চিত সব জনতার মুখে
মুক্তির জয়ধ্বনি।![]()
সরাতে ভ্রান্তি
সীমাহীন ক্লান্তি
সয়েছেন তোমার
নবী সরওয়ার।![]()
সুভাশিত সে পথে
রেখ আমারে
রাহীম,রাহমান তুমি
প্রভু পরওয়ার।![]()
দোয়া চাই সবার
দিতে হবে পাড়ি
বিভীষিকাময়
কালো রাত্রী।![]()
জীবন দিয়ে আমি
হতে চাই প্রভু
জান্নাতী কাফেলার
সহযাত্রী।
আজ আমার জন্মদিনে সবার কাছে দোয়া চাই.............
বিষয়: বিবিধ
১৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন