Roseজন্মদিনের কথাRose

লিখেছেন লিখেছেন অজানা পথিক ০৬ অক্টোবর, ২০১৩, ০৪:১৯:৫৩ বিকাল



বয়স তো কম হলো না

পূর্ণ যে একুশ

হিসেব টা কষলে দেখি

থাকে না হুশ।

Rose

মুহুর্ত,সেকেন্ড মিনিট

হচ্ছে যে বিলীন

রঙ্গিন স্বপ্ন যে সব

ধুলোয় মলিন।

Rose

দূরের যাত্রা তে আমি

ক্লান্ত পথিক

নামটা অজানা হলে ও

গন্তব্য সঠিক।

Rose

আমরা নবীন সম্মুখে রঙ্গীন

জোৎসনার হাতছানি।

বঞ্চিত সব জনতার মুখে

মুক্তির জয়ধ্বনি।

Rose

সরাতে ভ্রান্তি

সীমাহীন ক্লান্তি

সয়েছেন তোমার

নবী সরওয়ার।

Good Luck

সুভাশিত সে পথে

রেখ আমারে

রাহীম,রাহমান তুমি

প্রভু পরওয়ার।

Rose

দোয়া চাই সবার

দিতে হবে পাড়ি

বিভীষিকাময়

কালো রাত্রী।

Good Luck

জীবন দিয়ে আমি

হতে চাই প্রভু

জান্নাতী কাফেলার

সহযাত্রী।

আজ আমার জন্মদিনে সবার কাছে দোয়া চাই.............

বিষয়: বিবিধ

১৮৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File