সুন্দর মনের জন্য সু:স্হ বিনোদন (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন অজানা পথিক ২৬ আগস্ট, ২০১৩, ০৮:৫৬:৪৪ রাত
মহারাজা নাটকের একটি দৃশ্য
ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতির গোলামীতে আমরা অনেক অভ্যস্হ।নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাসে ভরপুর ভিনদেশী অপসংস্কৃতিকে রীতিমত বিনোদনের অবলম্বন হিসেবে গ্রহন করেছে আমাদের তরুন প্রজন্ম।প্রগতিশীলতা আর মুক্ত মনের চর্চার নামে আমাদের পরিবেশ হয়ে পড়েছে বিষাক্ত।অপসংস্কৃতির বিষবাষ্প ছড়িয়ে পড়েছে সর্বত্র।পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে এর কুপ্রভাব দিবালোকের ন্যয় স্পষ্ট।
সুন্দর মনের জন্য প্রয়োজন সুঃস্হ বিনোদন। [u]”সব শ্রেনী, পেশা ও যেকোন বয়সের মানুষ যে বিনোদন একসাথে উপভোগ করতে পারবে ; যে বিনোদনে নগ্নতা, বেহায়াপনা আর অশ্লীলতা থাকবেনা; যে বিনোদনে যুব সমাজের চরিত্র নষ্ট হবেনা যা হবে উপভোগ্য এবং যাতে আনন্দের কোন কমতি থাকবেনা; এমন বিনোদনকে আমরা সুস্হ বিনোদন বলতে পারি।
দেশের তৃণমূল পর্যায়ে অনুষ্ঠিত এমন একটি ব্যতিক্রম ধর্মী
বিনোদন চর্চার চিত্রঃ
লক্ষীপুর জেলার রায়পুরে শ্রমিক কল্যান ফেডারেশন আয়োজন করেছে এই জাকজমকপূর্ণ অনুষ্ঠান----
আরও কয়েকটি চিত্র
অনুষ্ঠানে উপস্হিত এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ
স্হানীয় ইউপি চেয়ারম্যন সাইয়্যেদ নাজমুল হূদা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমীন ভূঁইয়া সহ শ্রমিক কল্যান ফেডারেশন এর স্থানীয় নেতৃবৃন্দ
দর্শকের কাতারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ
[/u]
বিষয়: বিবিধ
২৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন