হারজিত---------------------আসাদ বিন হাফিজ

লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৭ মে, ২০১৩, ০২:০৮:৫৫ দুপুর

কারারুদ্ধ মজলুম জননেতাদের উদ্দেশ্যে রচিত

একটি ঐতিহাসিক কবিতা........






পলাশীতে হেরে গেছে নবাব সিরাজ

হেরে গিয়ে জিতে গেছে

মরে গিয়ে বেঁচে আছে

পেয়েছে প্রীতির ডালি, হৃদয়ের তাজ

অম্লান টিকে আছে হেরেও সিরাজ

জিতেছে কুটিল দ্রোহী-কালের ভীলেন

জিতে গিয়ে হেরে গেছে

ঘৃণা শুধু পেয়েছে সে

হেনেছে আঘাত যত পারে নাই সেন

আভশাপে তাই ঢাকে কালের ভীলেন।

অমল খেয়েছে তারে ক্ষমতার সাপ

গোলামী সে যত শেখে

দাসখত যত তত লেখে

ততই বরাদ্দে তার জমে আভিশাপ

ক্ষমাহীন ইতিহাস ভুলে নাতো পাপ।

সব জেতা জেতা নয়- হারা নয় হারা।

প্রভুর দাপট যায়

গোলামেরা কে কোথায়

সময় যে বলে দেয় বিজয়ী সে কারা

জেতা শুধু জেতা নয়, হারা নয় হারা।

আজো তাই ভালোবাসা রয় অম্লান

হ্রদয় হ্রদয় টানে

ভালবাসা প্রণে প্রাণে

সিরাজের ভালোবাসা, হ্রদয়ের টান

পারে না মুছতে আহা কেন বেঈমান।



======================================

আসাদ বিন হাফিজের আরও কবিতা

১.দ্বিখন্ডিত চেরী

২.অবার আসবে বালাকোট

৩.অনিবার্য বিপ্লবের ইশতেহার

৪.ডিজিটাল আইন

বিষয়: সাহিত্য

১৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File