দ্বিখন্ডিত চেরী-----------------আসাদ বিন হাফিজ
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৫ মে, ২০১৩, ০১:৫৬:৩২ রাত
হোমায়রা, আমার কাশ্মিরী বোন
তোমার কথা মনে হলেই আমার একটি
দ্বিখন্ডিত চেরী ফলের কথা মনে পড়ে।
আমাদের রজিধানীর ফলের দোকান গুলোতে প্রায়ই
টসটসে চেরীর প্যকেট পাওয়া যায়।
সেদিন একটি প্যকেটের মুখ খুলতেই
যে চেরীটি আমার হতে লাফিয়ে পড়লো
কারা য়েন তাকে দ্বিখন্ডিত করে তার বীজটি
আগেই সরিয়ে ফেলেছিল-
ঠিক তোমার দেশের মত। যার ভেতর থেকে
ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে স্বাধীনতার বীজ।
তুমি লিখেছ, তোমার বৃদ্ধা মা মিছিলে গিয়ে আর ফিরে আসেনি।
বোনটি অমার! তোমাকে সান্তনা দেওয়ার ভাষা জানা নেই আমার।
তবে, তোমার চোখ থেকে য়ে অশ্রু ঝরেছে
তা যদি হ্রদয়ের রক্ত হয়, আর
পুরা দেশটা যদি ইতিমধ্যেই একটি রক্তাক্ত চেরীতে পরিনত হয়ে থাকে
তাহলে তোমাকে একটি সুসংবাদ দিতে পারি-
তোমার হারিয়ে যাওয়া মা চিরেই ফিরে আসবেন
যার হাতে থাকবে একটি রক্তমাখা চেরী বীজ
তোমার স্বপ্নের আরাধ্য স্বাধীনতার অনন্ত অমোঘ অস্ত্র।
বিষয়: সাহিত্য
৩৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন