জালিমের বন্দীশালায় তুমি কেমন আছ? কেমন?
লিখেছেন লিখেছেন অজানা পথিক ১৩ মে, ২০১৩, ০২:৩১:৫৩ রাত
(বর্নাঢ্য রাজনীতিবিদ, সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান এর অন্যায় ফাঁসির রায়ের প্রেক্ষাপটে রচিত)
মুহাম্মদ কামারুজ্জামান
তুমি কেমন আছ? কেমন?
বিভ্রান্ত মানুষের মুক্তির জন্য তুমি কি এখনো কাঁদ?
কতদিন তোমাকে দেখিনি
সমাবেশে ,তোমার বক্তব্য শুনিনি।
জালিমের বন্দীশালায়
তুমি কেমন আছ? কেমন?
কি করে কাটে তোমার সময়?
তোমার ছিল কর্মব্যস্ত জীবন!
তুমি কি জান ?
কি অপরাধ তোমার?
কেন তোমাকে মৃত্যুদন্ড দেওয়া হল?
হ্যা, তোমার একটাই অপরাধ
তুমি চেয়েছিলে খোদার রাজ
আপোষ করোনি বাতিলের সাথে।
ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোন কারণ ছিল না যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী। আর সে আল্লাহ সবকিছু দেখছেন।
তুমি করোনা অভিমান
তোমার অন্যায় ফাসির আদেশ
বাংলার তৌহিদি জনতা করেছে প্রত্যাখ্যান ।
মুহাম্মদ কামারুজ্জামান
তুমি সিপাহসালার
তুমি তরুন প্রজন্মের অহংকার
যুগে যুগে তোমরা বয়ে গেছ তরী
হাল ধরেছ শহীদি কাফেলার।
তুমি করোনা অভিমান
তোমাদের হাতধরে লাখো
যুবক, পেয়েছে মুক্তির সন্ধান।
তোমার প্রতি যারা অবিচার
করেছে, সময় থাকতে যদি তাঁরা ফিরে
না আসে, তাদের কে সঁপে দাও
প্রতিপালকের কাছে।
যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম-নিপীড়ন চালিয়েছে, তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা-পোড়ার শাস্তি।
মুহাম্মদ কামারুজ্জামান
তুমি সিপাহসালার
তুমি তরুন প্রজন্মের অহংকার
যুগে যুগে তোমরা বয়ে গেছ তরী
হাল ধরেছ শহীদি কাফেলার।
তুমি কি আর একটি বারের জন্যেও
ফিরে আসবেনা আমাদের মাঝে?
নিশচয়ই আসবে তুমি
আবার ও হাল ধরতে হবে কাফেলার।
মুহাম্মদ কামারুজ্জামান
তুমি কেমন আছ? কেমন?
কি করে কাটে তোমার সময়?
তোমার ছিল কর্মব্যস্ত জীবন
জালিমের বন্দীশালায়
তুমি কেমন আছ? কেমন?
====================================
[সফল সম্পাদক সংগঠক রাজনীতিবিদ মুহাম্মদ কামারুজ্জামান : সরকার ও ইসলাম বিরোধী শক্তির মারাত্মক অপপ্রচারের শিকার, তার সম্পর্কে জানতে http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/4473/hasnine/15070#.UY_1tsrj2Uk
বিষয়: সাহিত্য
৩২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন