বৃষ্টি এলে তোমাকে মনে পড়ে
লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ১৩ মে, ২০১৪, ০৯:২৯:৫৫ রাত
বৃষ্টি এলে তোমাকে মনে পড়ে। এই বুঝি বৃষ্টির নূপুর পায়ে তুমি এলে আমার কাছে হাসছো, মাথা দোলাচ্ছে, চিমটি কাটছো ঠিক আগের মত। বিদায় বেলায় তুমি বলেছিলে, ‘তুমি আস্তা একটা লম্পট। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।’ আমি কিচ্ছু বলিনি শুধু চেয়ে চেয়ে তোমার চলে যাবার অপূর্ব দৃশ্য দেখছিলাম এখনো সেই স্মৃতি খোদাই হয়ে আছে আমার চোখে ব্যস সেই থেকে আমাদের কথা বলা বন্ধ তারপর তোমার কত্ত ফোন কত্ত এসএমএস আমি কোনোই উত্তর দেইনা বহুদিন পর মোবাইল রিসিভ করতেই তোমার সেকি কান্না সে কান্না তোমার কপোল ভিজালেও আমাকে ভিজাতে পারেনি আমি না আজকাল বড় নিষ্ঠুর হয়ে গেছি কোন কিছুতেই যেন আর মন গলে না এটি ছিল তোমার সাথে ব্রেকআপ হবার পর শেষ কথা। শুনেছি তুমি নাকি গ্রাম ছেড়ে শহরে উঠেছ হালিশহরের একটা কলেজে পড়ছো। এতদিন মনে পড়েনি আজ কেন জানি বৃষ্টির সাথে সাথে তোমার কথা মনে পড়ে গেল।
লেখক: সুহৃদ আকবর, কবি ও সংবাদকর্মী
০১৮২০১৪৭৬৫৪
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন