বৃষ্টি এলে তোমাকে মনে পড়ে

লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ১৩ মে, ২০১৪, ০৯:২৯:৫৫ রাত

বৃষ্টি এলে তোমাকে মনে পড়ে। এই বুঝি বৃষ্টির নূপুর পায়ে তুমি এলে আমার কাছে হাসছো, মাথা দোলাচ্ছে, চিমটি কাটছো ঠিক আগের মত। বিদায় বেলায় তুমি বলেছিলে, ‘তুমি আস্তা একটা লম্পট। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।’ আমি কিচ্ছু বলিনি শুধু চেয়ে চেয়ে তোমার চলে যাবার অপূর্ব দৃশ্য দেখছিলাম এখনো সেই স্মৃতি খোদাই হয়ে আছে আমার চোখে ব্যস সেই থেকে আমাদের কথা বলা বন্ধ তারপর তোমার কত্ত ফোন কত্ত এসএমএস আমি কোনোই উত্তর দেইনা বহুদিন পর মোবাইল রিসিভ করতেই তোমার সেকি কান্না সে কান্না তোমার কপোল ভিজালেও আমাকে ভিজাতে পারেনি আমি না আজকাল বড় নিষ্ঠুর হয়ে গেছি কোন কিছুতেই যেন আর মন গলে না এটি ছিল তোমার সাথে ব্রেকআপ হবার পর শেষ কথা। শুনেছি তুমি নাকি গ্রাম ছেড়ে শহরে উঠেছ হালিশহরের একটা কলেজে পড়ছো। এতদিন মনে পড়েনি আজ কেন জানি বৃষ্টির সাথে সাথে তোমার কথা মনে পড়ে গেল।

লেখক: সুহৃদ আকবর, কবি ও সংবাদকর্মী

০১৮২০১৪৭৬৫৪

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221148
১৩ মে ২০১৪ রাত ০৯:৫৭
ভিশু লিখেছেন : ভাইয়া, মানুষকে আর কাঁদাইয়েন্নাহ! বিধি মোতাবেক প্রস্তাব পাঠান! ফল হইলে দাওয়াত দিয়েঙ্কিন্তু... Rolling Eyes Sad Love Struck
221156
১৩ মে ২০১৪ রাত ১০:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো না, নিজের জিনিসকে অবহেলা করলে নিজেরই লস সো তাড়াতাড়ি ‍কাছে লইয়া আসেন। আর কবিতা দারুন।
221161
১৩ মে ২০১৪ রাত ১০:১৮
নীল জোছনা লিখেছেন : আহা বেচারা Broken Heart Broken Heart Broken Heart
221177
১৩ মে ২০১৪ রাত ১০:৫২
ছিঁচকে চোর লিখেছেন : বৃষ্টির সাথে প্রিয়ার একটা সম্পর্ক আছে। আপনার সাথে সহমত। আমারও একই অবস্থারে ভাই Broken Heart
221183
১৩ মে ২০১৪ রাত ১০:৫৯
শিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
221570
১৪ মে ২০১৪ রাত ০৯:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : লম্পট বলেছে যখন তাহলে আর দুঃখ কেন Angel বুঝতেই পারছেন সে কেমন পাষাণী Sad ভুলে গিয়ে কাজে মন দেন Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File