উদয়ের পথে শুনি কার বানীঃ

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ২৭ মার্চ, ২০১৩, ০১:৪৪:৫৫ রাত

উদয়ের পথে শুনি কার বানী

ভয় নাই ওরে ভয় নাই;

নিঃশেষে প্রাণ যে করিবে দান

ক্ষয় নাই তার ক্ষয় নাই


- (বিদ্রোহী কবি নজরুল)

আজ মহান স্বাধীনতা দিবসে যেন নতুন সূর্যোদয় হলো। সংবাদটা পড়ে আশান্বিত হলাম।

সূত্রঃ http://www.nowbd.com/2013/03/26/159311.htm

দেশের সকল রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের দাবিতে আগামী ২৭শে মার্চ সকাল ৭ ঘটিকায় ৭ জন "আমজনতা"র ৭১ ঘন্টা অনশন শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের সম্মুখে।



সাতজন উদ্যোক্তার মধ্যে একজন গৃহিনী ছাড়া বাদবাকীরা বয়েসে একেবারেই ছেলেমানুষ। ওরা ছেলেমানুষ হলে কি হবে? তাদের ভাবনায় যে এমন একটা মারাত্নক বিষয় কাজ করছে এবং ৭১ ঘন্টা অনশনের মত একটা সাহসী উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রসংশনীয়। আমরা তো ঘরপোড়া গরু - সিঁদুরে মেঘে তাই ভীষন ভয়! ইতোমধ্যেই অনেকে সংশয় প্রকাশ করতে শুরু করেছেন! তাদের বলি; দেশে এই সাতটি বাচ্ছা ছাড়া কি কোন যোগ্য লোক ছিলেন না? কেউ তো পারলেন এই দুঃসাধ্য কাজটায় হাত দিতে? ওরা যখন এমন একটা সাহসী উদ্যাগ নিয়েছে ওদের সাহস দিন। কেউ কিছু করতে না পেরে তো আদালত পর্যন্ত যেতে হলো – তাতে ও কি ফল আসবে আল্লাই মালুম। বুধবারে কি হয় তা দেখার অপেক্ষায় রইলাম!

ক‘দিন আগে এক পোস্টে লিখেছিলামঃ

http://prothom-aloblog.com/posts/61/179720

জাতি হিসাবে আমরা কি এতটাই নিঃস্ব যে, দেশে দেশপ্রেমিক সৎ বা যোগ্য মহান নেতৃত্ব দেবার মত মানুষের অভাব? তা মোটেও না, নেতৃত্ব দেয়ার মত বহু ব্যক্তিত্বই আছেন কিন্তু তাঁদের একটা জিনিসেরই অভাব তা হলো; তাঁদের হাতে টাউট চামচা নেই আর নিজেরাও শঠতা জানেন না। তাই তাঁরা নির্জীবের মতই কোনঠাসা হয়ে থাকেন। তাঁদের কথা কেউ শোনেনা বা শোনানোর মত দক্ষ টাউট চামচা তৈরী করতে তাঁরা ব্যর্থ। তাই এ যাবত যত নেতাই এসেছেন – দলীয় প্রপাগান্ডায় তাঁকে যতই মহান বানানোর চেষ্টা করা হোক না কেন কেউই প্রশ্নাতীত নন। সবাই জানি; কোন গ্রহনযোগ্য মুরুব্বীর কথাই আমাদের বেয়াদব নেতারা শুনবেন না। তাই সম্মানের ভয়েতে কেউই এগিয়ে আসতে চান না। অথচ সংলাপের জন্য আদালতে পর্যন্ত রীট হয়। কেবল নিজেদের স্বার্থের জন্য এদেশের গোঁয়ার নেতারা বড় তালগাছ আঁকড়ে থাকেন। নিজেদের গোঁ বজায় রাখেন; - এদিকে সমানে জনগনের রক্ত ঝরে জীবন ও জাতীয় সম্পদের হানী ঘটতেই থাকে। কেউ দেশের কথা ভাবে একথা যেন আর বিশ্বাসেই আসতে চায়না।

‘আমজনতা’ ব্যানারে নবীন উদ্যোক্তাদের স্বাগতঃ জানাই। সাব্বাস ‘আমজনতা’ এগিয়ে চলো, শান্তিপ্রিয় দেশবাসী তোমাদের সাথেই আছে। হাঁ, তোমাদের কথাই ঠিক - তরুণরা চাইলে সবই পারে। তোমরাই পারবে দেশের চেহারা বদলে দিতে। আমার বিশ্বাস তোমরা কারো প্ররোচনায় নিজেদের বিকিয়ে দিবেনা, কোন প্রলোভনেই প্রলুব্ধ হবেনা। কোন দল বা নেতার মিথ্যা আশ্বাস কানে তুলবে না। আর তোমাদের আন্দোলন যেন শাহবাগের আন্দোলনের মত একঘেয়ে ও বিতর্কিত হয়ে না উঠে সেদিকে প্রখর দৃষ্টি রাখবে। এই আন্দোলন স্বার্থক হলে দেশের ইতিহাসে তোমাদের নাম স্বর্নাক্ষরে লেখা হবে। দেশবাসীর দোয়া ও ভালবাসা রইল তোমাদের ‘পরে।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File