অধর চঁন্দ্রের লাশের মিছিলে আমি শাহিনাকে দেখতে চাই নি.......
লিখেছেন লিখেছেন হুরপরী ২৯ এপ্রিল, ২০১৩, ০৭:৪৭:০২ সন্ধ্যা
না, অধর চঁন্দ্রের লাশের মিছিলে আমি শাহিনাকে দেখতে চাই নি। আঞ্জুমানে মহিদুল ইসলামের এম্বুলেন্সেও না।
নুপুরের রিনিঝিনি, বেলোয়ারী চুড়ির খস খস আর লাল ফিতের বেণী দুলানো আলহাদি উছ্ছল শাহিনাকে আমি শুধু একবার দেখতে চেয়ে ছিলেম। ওকে নিয়ে আমার ছোট্ট একটা পরিকল্পনাও ছিল। থাক, সব পরিকল্পনাই কি আলোর মুখ দেখে?
অবশেষে মিলেছে হতভাগ্য শাহিনা, শাহানা পারভীনের নিষ্প্রাণ দেহ। যাকে বাঁচিয়ে রাখতে নিজেকে উদ্ধারের জন্য বার বার আকুতি জানিয়েছেন শাহিনা। কিন্তু শত চেষ্টাতেও তাকে জীবিত উদ্ধার করা গেল না। শাহিনার নিষ্প্রাণ দেহ সোমবার বিকেল ৩টা ২৫ মিনিটে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের চতুর্থতলা থেকে উদ্ধার করা হয়েছে।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন