বোষ্টন বোমা হামলায় নায়ক দুই মুসলিম চেচেইন।
লিখেছেন লিখেছেন হুরপরী ২০ এপ্রিল, ২০১৩, ০৬:২৫:৪৫ সন্ধ্যা
surveillance camera তে বোস্টন ম্যারাথনে বোমা হামলায় সন্দেহভাজন এই দুই ব্যক্তির ছবি ধরা পরে। খবর, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
বোস্টনে বোমা হামলাকারী চেচনীয় মুসলিম দুই ভাইয়ের বড়ভাই তামারলান তাসারনেভ (২৬) মারা যায়। পরে ছোটভাই জোখার তাসারনেভকেও (১৯) রক্তাক্ত অবস্থায় নৌকা থেকে আটক করা হয়। এদিকে, ম্যাসাচুসেটস স্টেট পুলিশের মুখপাত্র ডেভিড প্রোকোপিও সংবাদ মাধ্যমকে বলেন, “নৌকাটিকে টেনে আনতে আমরা রোবট ব্যবহার করি। এ সময় আমরা হেলিকপ্টার থেকে থারমাল ক্যামেরা দিয়ে তাকে পর্যবেক্ষণ করি। তখন তাকে অত্যন্ত দুর্বল মনে হচ্ছিল। খুব সম্ভবত শুক্রবার গোলাগুলির সময় সে আহত হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলাকারীকে আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন।
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন