মধ্যপ্রাচ্যে মুসলিম শরিয়া শাসন ও গ্রিসের মানবিক-দায়বদ্ধ গনতান্ত্রাতিক সরকার।

লিখেছেন লিখেছেন হুরপরী ২০ এপ্রিল, ২০১৩, ০২:২৬:৩২ রাত



গ্রিসের স্ট্রবেরি খামারে শ্রমিকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে দেশটির রাজধানী এথেন্সে বাংলাদেশি শ্রমিকদের র‌্যালি।

সম্প্রতি ঘটে যাওয়া গ্রিসের স্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ সাত বাংলাদেশি এখন সুস্থ আছেন। তাঁদের বকেয়া বেতন ও নিরাপত্তাসহ সার্বিক বিষয় দেখভালের আশ্বাস দিয়েছে গ্রিস সরকার।

গ্রিসের পাবলিক অর্ডার অ্যান্ড সিটিজেন রাইটস-বিষয়কমন্ত্রী নিকোস দেনিদাস হাসপাতালে গিয়ে ওই বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন। গ্রিসের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক বাংলাদেশিদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। ইতিমধ্যে খামারের মালিক ও দুই সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রিস সরকারের মুখপাত্র সিমোস কেদিকগলু দেশটির বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘এই ঘটনা অমানবিক এবং গ্রিসের জন্য চরম লজ্জার। খুব দ্রুত এ ঘটনার বিচার হবে এবং অপরাধিকে দৃষ্টান্তমুলক শাস্তি পেতেই হবে।

পাঠক একটু ভেবে দেখুন, বাংলাদেশী শ্রমিকদের উপর এ ধরনের নির্যাতনের ঘটনা সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হরহামেসাই হয়ে থাকে। কিন্তু সে ক্ষেত্রে আমাদের মুসলিম ভাইদের আচরন কি গ্রিস সরকারের মত এতটা মানবিক এবং দায়বদ্ধ?

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File