হেফাজতের ইসলামী নেশা।

লিখেছেন লিখেছেন হুরপরী ০৬ এপ্রিল, ২০১৩, ১২:১৬:২৭ দুপুর



হেফাজতে জামাত দাবি করে বাংলাদেশের মানুষ নাকি ইসলামের নেশায় বুদ। তখন আমি একটা প্রস্তাব করতে চাই। গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, রাজতন্ত্র কম দেখলাম না। কোনকিছুতেই কিছু হলো না, সব টাতেই গন্ডগোল। বাকি রইল শুধু ইসলাম। অনেকেই বলে ইসলামে নাকি ৮০ প্রকার আরগ্য/আরাম রয়েছে, a complete code of life - তখন ইসলামকে একবার সুযোগ দেয়া যেতে পারে।

কিন্তু বিগত ১৪০০ বছরের বেশী সময় ধরে ইসলামের আরগ্য/আরাম এর কথা শুধু শোনাই যায়। কিন্তু ডুমুরের ফুল, কোথাও আজ পর্যন্ত বাস্তবে সেটা দেখা যায় নি।

যতদুর জানা যায়, আফগানিস্তানে তালেবানরা ইসলামী বেহেস্ত গড়ার কাজে অনেক দুর অগ্রসর হয়েছিল। মানুষ জন বেশ আনন্দ ও শান্তিতে সেখানে বসবাস করত। ডান্ডা মেরে মেয়েদের ঘরের মধ্যে ঢুকিয়ে চিরতরে বেলেল্লাপনাকে দমন করা হয়েছিল। তাদের কাজ ছিল শুধু বৃদ্ধ-স্বামীর মনোরঞ্জন ও সন্তান প্রজনন। রাস্তাঘাটে দাড়ি ছাড়া কেউ চললেই তাকে বেত্রাঘাত। আধুনিক শিক্ষা, স্কুল-কলেজ বন্দ করে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা চালুর একটা ব্যবস্থা চলছিল কারন কোরান হাদিসে যখন সকল জ্ঞান বিদ্যমান ফালতু ইহুদি নাসারাদের নাস্তিক্যবাদী জ্ঞানের কোন দরকার কি।

কিন্তু সব ভন্ডুল করে দিল ইহুদী-নাসারা-আমেরিকা।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File