ঘোড়ায় চড়িয়া মর্দো হাটিয়া চলিল
লিখেছেন লিখেছেন তিতুমির ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪০:৫৩ সকাল
ঘোড়ায় চড়িয়া মর্দো হাটিয়া চলিল
কিছু দূর গিয়া মর্দো রওয়ানা হইল , বাংলার প্রবাদ ,
গতকাল উপজিলা ইলেকশন হয়ে গেল , যা রটে , টা যে ঘটে
গতকালের ফলাফল ই তার প্রমাণ , আর এই জন্যই শেখ হাসিনা
কেআর টেকার বাদ দিল , বিদ্যান তো উনি ,তাই আগে ভাগে ই টের পেয়েছিলেন । যাক ঘটনা এটা নয় , গতকালের টক শোয়ের
প্রধান আলোচনা ছিল জামাত ।
গত 7 বছর যাবত যে দলটির অফিস বন্ধ , প্রথম , দিতিয় স্তরের
নেতারা জেলে , 30/35 জন জন প্রতিনিধি এর মধ্যে কেউ গুম , কেউ জেলে , কেউ ক্রস ফায়ারের শিকার , প্রায় 300 জন নেতা কর্মী নিহত , লক্ষাধিক মামলা , হাজার হাজার জেলে ,
জঙ্গি , যুদ্ধাপরাধ এর দায়ে অভিযুক্ত , জানা মতে বাকি যারা সক্রিয় তারাও ঘর বাড়ি হারা , এই রকম দলটির অভাবনীয় ফলাফল , বাবা যায় না । সমকালে র আবু সাঈদ বলেন আরে
ওদের তো অনেক টাকা তাই এই ফলাফল । অধ্যাপক আমেনা
বলেন , জামাতের টাকা কী , আলিগের চেয়ে বেশি, এটা হল
এক ধরনের হীনমন্নতা , উট পাখির মত , বালিতে মাথা গুজার
মত ।
আজকে আরেক পত্রিকায় লেখেছে ,জামাতের নেত্রীত্তের অভাব ,
নেতার অভাবেই যদি এই ফলাফল , নেতা থাকলে কী হবে ?
ভাবলে রাতের ঘুম হারাম হয়ে যাবে না তো ?
পরজীবী বুদ্দিজীবীরা প্রায়ই বলে , আরে তিন চার পরসেনটের
বেশি ওরা নয় , টা হলে এত্ত চিন্তা কেন ? ভারতের ঘুম হারাম
বলে বেড়াচ্ছে , এই তিন চার পরসেনটের দল ই নাকি পুরা পৃথিবীর জন্য হুমকি ? সত্যি সেলুকাস ॥ এরি নাম মনে হয়
কুয়ালিটি । কোআলিটি মেকস দা ডিফারেন্স , মাকড়সা ভাবে তার ঘরটাই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী , আসলে কী , চক্ষু যাদের আছে , তাদের বলে দিতে হয় না । ইশারা ই কাফি ।শরত্ চন্দ্র বলেছিল , অধারেরও রূপ আছে তবে তার জন্য তৃতীয় নয়ন দরকার । পরজীবী বুদ্দিজীবীদের মিডিয়ার এক চুখা প্রচারের ফলে অনেকেই হয়ত কনফিউজড , গতকালের ফলাফল কিন্তু এই কনফিউজ কে ফিউয করে দিয়েছে , আন্দোলন মাঠে মারা গিয়েছে এই জিগিরের কবর গতকালের
জামাতের ফলাফল ।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন