সালাম সালাম হাজার সালাম
লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ০৬ এপ্রিল, ২০১৩, ০১:৩৭:২৮ রাত
(সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হযরত মুহাম্মদ সা. এর শানে রচিত)
সালাম লও হে শ্রেষ্ট মানব!
হাজার সালাম তোমার পর
তোমায় পেয়ে ধন্য আরব
ধন্য হল সকল মানব ।।
আঁধার রাতে আলোর নিশান
জ্বাললে তুমি হে সরদার!
সে আলোতে রত্ন হলো
লক্ষ কোটি দিল মুরদার ।।
ছন্দ হারা নগ্ন তারা
নেই যে তাদের তুল
তোমার মোহে পাগল হয়ে
ভাঙ্গলো তাদের ভূল ।।
(ইমরান সাফওয়ান )
১৫ ই জুন, ২০১১ রাত ১২:১৪
বিষয়: সাহিত্য
১৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন