একজন মাহমুদুর রহমান : লোকান্তরেও এতটা শক্তিমান?

লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ১২ এপ্রিল, ২০১৩, ১২:৫২:২৪ রাত



মাহমুদুর রহমান তার কোন এক লেখায় বলেছিলেন:

তিনি গ্রেফতার হলেও তার পত্রিকার সম্পাদকীয় নীতি বহাল থাকবে।

"আমার দেশ" ইসলাম ও দেশের স্বাধীনতা সার্ভভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাবে।

আমি মনে করি মাহমুদুর রহমানের গ্রেফতারে সত্যপন্থীদের হিম্মতহারা হলে চলবেনা।

সত্যের পক্ষে অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে। এ লড়াই যেমনিভাবে ইসলাম ও মুসলমানদের স্বাধীনভাবে ধর্মীয় পরিচয় সর্বস্তরে তুরে ধরার, তেমনিভাবে এদেশের স্বাধীনতা ও সার্ভভৌমত্বকে ভিনদেশী রাজাকারদের হাত থেকে রক্ষা করার।

একথা খুব দৃঢ়তা ও আস্থার সঙ্গে বলতে পারি, মাহমুদুর রহমান লোকান্তরে থাকলেও তার নীতি-আদর্শ অনেক বেশী শক্তিমান।

সত্যপন্থীদের একটা কথা খুব ভালভাবে মনে রাখতে হবে:

সত্যের জয় হবে মিথ্যার নয়

সত্যের নয় তো কভূ পরাজয়।।।


বিষয়: রাজনীতি

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File