কারবালায় পারিনি পানি নিয়ে এগিয়ে আসতে ; আলহামদুলিল্লাহ! আজ তো পেরেছি সেই মিছিলে শরিক হতে
লিখেছেন লিখেছেন ইমরান সাফওয়ান ০৭ এপ্রিল, ২০১৩, ০২:২১:১২ রাত
আগের রাতে হাতের কাজ সেরে বেডরুমে যেতে অনেক দেরী হওয়ায় লংমার্চের সকালে ফজরের পর কিছু সময় ঘুমাতে হল।
সকালে ঘুমন্ত অবস্থায়ই আমার বাবার সঙ্গে আম্মুর কথোপকথনে জেগে উঠলাম।
পাশের রুমের কথোপকথনের স্বর আমার বেডরুমে নিরবিচ্ছিন্নভাবে আসছে।
বাবা - মায়ের জীবনের শ্রেষ্টতম সুখস্মৃতি হজ্বের মওসুমে আরাফার ময়দানে প্রত্যক্ষ করা বিভিন্ন নুসরতের আলোচনা করছেন উভয়ে।
লংমার্চে আগত আল্লাহর দ্বীনের মেহমানদের সামান্য একটু খেদমত করে নিজেকে ধন্য করার যে বাসনা সাধারণ মানুষের মাঝে লক্ষ্য করেছেন তাতে আরাফার ময়দানে প্রত্যক্ষ করা বিভিন্ন নুসরতের ঘঠনা তাদের মনের কোনে বারবার উঁকি মারছিল।
-বাবার কাছে জানতে চাইলাম ব্যাপার কি?
-আব্বা সদ্য লংমার্চ থেকে ঘুরে এসে যে অনুভূতি ব্যক্ত করলেন, তা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না।
বাসা থেকে বের হয়ে পড়লাম বাংলার ইতিহাসের সবচেয়ে আলোচিত লংমার্চের মহাসমুদ্রে মিশে যেতে।
মেইন রোডে বের হতেই চোখে পড়ল বিশাল বিশাল মিছিল। যার শুরু-শেষ আচ করা অসম্ভব। আকাশ-বাতাস প্রকম্পিত করা নারায়ে তাকবীর-আল্লাহু আকবারের শ্লোগানে শরীরের লোমকূপ শিহরিয়ে উঠল.....।
কয়েকজন বন্ধু মিলে লংমার্চের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখলাম। ইসলামপন্হী, আ.লীগ, বিএনপি, জামাত, জাপাসহ সর্বস্তরের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন দেখে অবাক না হয়ে পারিনি।
সবার মুখেই দাবি এক ও অনন্য.... "এদেশে সকল ধর্মের লোকজন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে ও করবে। কুলাংগার নাস্তিক-ধর্মদ্রোহীদের এই বাংলার জমীনে ঠাই হবেনা।"
প্রত্যক্ষ করা অনেকগুলো অভিগ্গতার আলোচনার জন্য নির্ঘাত একটি ধারাবাহিক সিরিজ চালু করার প্রয়োজন পড়বে।
শুধু এতটুকু বলব আজকের এই লংমার্চ আমার জীবনের সেরা স্মরনীয় ঘঠনার একটি হয়ে থাকবে দীর্ঘদিন।
যেভাবে সর্বস্তরের মানুষ লংমার্চে আগত মুসল্লীদের প্রাণপন সাহায্য-সহযোগিতা করল, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার যে নববী দীক্ষা চোখে পড়ল, নিজে না খেয়ে কষ্ট করে অপর ভাইকে খাওয়ানোর যে মানসিকতা অন্তর অনুভব করল, জালিম শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ ও ইমান রক্ষায় সোচ্চার যে কন্ঠস্বর গগন বিদারী শ্লোগানে রাজপথ কাঁপিয়ে তুলল তা নিজ চোখে না দেখলে হয়তোবা আমাকে এর আক্ষেপ বয়ে বেড়াতে হতো দীর্ঘদিন।
আল্লাহর হাজারো শুকরিয়া! সেই সমুদ্রসম মিছিলের সারিতে আমি এই নগন্য শরিক হতে পেরে।
লংমার্চ থেকে পায়ে হেটে বাসায় ফিরছি আর ভাবছি, দেশ ও ধর্মের স্বার্থে এ জাতি যে কোন প্রয়োজনে যে কোন সময় সকল ভেদাভেদ ভুলে এক ও নেক হতে পারে তার অনন্য প্রমাণ আজকের এই হেফাজতে ইসলামের লংমার্চ।
বিষয়: রাজনীতি
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন